Xiaomi MIUI 15: শাওমির ফোনে আসছে নতুন ফিচার, এবার অ্যাপ খুলবে চটজলদি
শাওমি গত বছর ডিসেম্বরে তাদের সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছিল। Xiaomi 13 লাইনআপটি Android 13-ভিত্তিক MIUI 14 সফ্টওয়্যার ভার্সন সহ এসেছিল। সপ্তাহখানেক আগে জানা গেছে যে, কোম্পানিটি Xiaomi 13 সিরিজ সহ তাদের বেশ কয়েকটি স্মার্টফোনের জন্য MIUI 14 Beta সংস্করণের ডেভেলপমেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর এখন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Xiaomi 13-এর জন্য MIUI 15 Stable আপডেট টেস্ট করছে সংস্থা।
Xiaomi 13-এ MIUI 15 Stable আপডেট পরীক্ষা করা হচ্ছে
শাওমিইউআই-এর প্রতিবেদন অনুসারে, কোম্পানি বর্তমানে শাওমি ১৩-এর জন্য এমআইইউআই ১৫-এর বিল্ড “MIUI-V15.0.0.1.UMCCNXM” পরীক্ষা করছে। এই বিল্ডটি ইউজার এক্সপেরিয়েন্স অপ্টিমাইজ করতে, সম্ভাব্য সমস্যার সমাধান করতে এবং আরও বেশ কিছু ইমপ্রুভমেন্ট য়ে আসার জন্য পরীক্ষা করা হচ্ছে।
জানিয়ে রাখি, এমআইইউআই ১৫ গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি এবং এটি শাওমি ডিভাইসগুলিতে নতুন ইউজার এক্সপেরিয়েন্স অফার করবে বলে আশা করা হচ্ছে। এটি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, পারফরম্যান্স অপ্টিমাইজ করা এবং ইউজার ইন্টারফেস উন্নত করার ওপর ফোকাস করে। শাওমিইউআই উল্লেখ করেছে যে, এমআইইউআই ১৫ অ্যাপ্লিকেশন চালু হওয়ার সময় কমিয়ে আনবে, মসৃণ স্ক্রোলিং এক্সপেরিয়েন্স প্রদান করবে, দ্রুত মাল্টি-টাস্কিং অপারেশন এবং ইউজার এফিসিয়েন্সি উন্নত করবে।
এছাড়াও, শাওমি Xiaomi 13 Ultra এবং Redmi K60 Pro স্মার্টফোনগুলির জন্য MIUI 15 Stable আপডেট পরীক্ষা করছে। এই ডিভাইসগুলির বিল্ড নম্বরগুলি হল যথাক্রমে - MIUI-V15.0.0.1.UMACNXM এবং MIUI-V15.0.0.1.UMKCNXM৷ এটি ইঙ্গিত দেয় যে, শাওমি MIUI 15-এর ডেভলপমেন্টের ক্ষেত্রে ভাল অগ্রগতি করছে এবং সম্ভবত আগামী মাসে আরও শাওমি ডিভাইসে এই স্টেবল আপডেটটি প্রকাশ করা হবে।