Apple, Huawei এর দলে নাম লেখাল ZTE, নতুন স্মার্টফোনে যুগান্তকারী প্রযুক্তি

Update: 2023-04-12 18:24 GMT

প্রত্যাশামতোই ZTE Axon 50 Ultra আজ চীনে উন্মোচিত হয়েছে। নাম থেকেই বোঝা যাচ্ছে, এটি কোম্পানির লেটেস্ট প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন। তবে, আশ্চর্যজনকভাবে ডিভাইসটি কোনও নতুন শক্তিশালী চিপসেট বা হাই-এন্ড মোবাইল ক্যামেরা সিস্টেম অফার করে না। তবে এটি এমন একটি বৈশিষ্ট্যের সাথে এসেছে যা বর্তমানে শুধুমাত্র দুটি শীর্ষস্থানীয় কনজিউমার ব্র্যান্ড - অ্যাপল (Apple) এবং হুয়াওয়ে (Huawei)-ই অফার করে, এটি হল স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট। এছাড়া, ZTE Axon 50 Ultra-এ কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তবে জেডটিই এখনও তাদের এই প্রিমিয়াম হ্যান্ডসেটের দাম এবং প্রকাশ করেনি। আসুন তাহলে ZTE Axon 50 Ultra-এর স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ZTE Axon 50 Ultra-এর স্পেসিফিকেশন এবং ফিচার

জেডটিই অ্যাক্সন ৫০ আল্ট্রা-এ ৬.৬৭ ইঞ্চির ফ্লেক্সিবল কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এই ১০-বিট প্যানেলটি ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত, যা এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, অ্যাক্সন ৫০ আল্ট্রা-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে। এই সেটআপটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৮৭ প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত৷

প্রধান আকষর্ণীয় বিষয়টি হল, ZTE Axon 50 Ultra বেইদোও (Beidou)-এর দ্বিমুখী স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা সাপোর্ট করে। এর সাহায্যে, ব্যবহারকারীরা নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে গেলেও, জরুরি বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন।

এছাড়া, Axon 50 Ultra-এ DTS: X Ultra-সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফ্ল্যাগশিপ জেডটিই ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই জেডটিই এই নয়া হ্যান্ডসেটটির দাম ও লভ্যতা সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ করবে।

Tags:    

Similar News