দিল্লিকে হারিয়েও অস্বস্তিতে গুজরাট শিবির, শাস্তির মুখে পড়তে হল অধিনায়ক শুভমনকে

আইপিএল ২০২৫-এ স্লো ওভাররেটের জন্য এবার শাস্তি হল গুজরাত টাইটান্সের (GT) অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill)। শনিবার গুজরাত তাদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের সবচেয়ে উপরে উঠে এসেছে। যদিও জয়ের আনন্দের মাঝেই শুভমনকে আইপিএল-এর ২.২২ ধারা ভাঙার কারণে জরিমানা করা হয়েছে।

গতকাল গুজরাত অধিনায়ক টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ইনিংস শেষ হওয়ায়, বড় শাস্তি এড়াতে শেষ ওভারে স্পিনারকে বল দেন শুভমন। যদিও তাতেও শেষ রক্ষা হয়নি। আইপিএলের নিয়ম ভাঙায় তাকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

এবারের আইপিএলে শুভমন হলেন ষষ্ঠ অধিনায়ক, যিনি স্লো ওভাররেটের জন্য শাস্তি পেলেন। এর আগে রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ ও সঞ্জু স্যামসন, মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, দিল্লি ক্যাপিটালসের অক্ষর পটেল এবং লখনউ সুপার জায়ান্টসের ঋষভ পন্থও এই একই কারণে শাস্তি পেয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ এর ৩৫ তম ম্যাচে গতকাল প্রথমে ব্যাট করে দিল্লি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে। গুজরাতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ ৪ উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে জস বাটলারের ৫৪ বলে ৯৭ রানের ইনিংস গুজরাট কে জয় এনে দেয়।