নতুন বছর শুরু হতেই বেশ কিছু মোটরসাইকেলের বিক্রি বন্ধ করে দিয়েছে বাজাজ (Bajaj)। যার মধ্যে রয়েছে Pulsar F250। তবে অবাক করার মতো বিষয় হল, Platina 110 ABS ও CT 125X-এর মতো ভ্যালু ফর মানি কমিউটার বাইকের বিক্রিও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। প্রতিটি মডেল বাজাজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।
Bajaj CT 125X-এর বিক্রি বন্ধ হল ভারতে
কম চাহিদা ও ভাল বিক্রি না হওয়ার কারণেই পালসার F250, প্ল্যাটিনা 110 এবিএস-এর সঙ্গে সিটি 125X বন্ধ করে দেওয়া হয়েছে। ডিলারদের নতুন করে স্টক পাঠানো হচ্ছে না বলেই খবর সামনে আসতে শুরু করেছে। এই CT 125X মডেলটি শক্তপোক্ত কমিউটার বাইক হিসাবে পরিচিত ছিল। সংস্থার লাইনআপে CT 110X-এর উপরে বিক্রি হত।
সিটি 125X-এর অন্যতম ইউএসপি ছিল পারফরম্যান্স। একটি 110 সিসি মোটরসাইকেলের দামে 125 সিসি ইঞ্জিনের পারফরম্যান্স অফার করতো। এটির 124.4 সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড পাওয়ারট্রেন 8,000 আরপিএম গতিতে 10.7 হর্সপাওয়ার এবং 5,500 আরপিএম স্পিডে 11 নিউট্রন মিটার টর্ক উৎপন্ন করতো। ইঞ্জিনের সঙ্গে যুক্ত ছিল ফাইভ স্পিড গিয়ারবক্স।
রাফ-এন্ড টাফ বাইক হিসাবে পরিচিত বাজাজ সিটি 125X ভারতে লঞ্চ হয়েছিল 2022 সালের আগস্টে। সেই সময় দাম রাখা হয়েছিল 71,354 টাকা (এক্স-শোরুম)। ডিসকভার 125-এর ইঞ্জিনই ব্যবহার হয়েছিল এতে। ফিচার্সের মধ্যে ছিল ডিস্ক ব্রেক, ইউএসবি চার্জিং পোর্ট, কাউলের উপর এলইডি ডিআরএল। দেশের বাজারে হিরো সুপার স্প্লেন্ডার ও হোন্ডা সাইনের সঙ্গে প্রতিযোগিতা চলতো।