কোমাকি ইলেকট্রিক ভেহিকেলস কম দামে একটি চমৎকার উচ্চগতির বৈদ্যুতিক স্কুটার লঞ্চের ঘোষণা করল। নতুন এই মডেলটির নাম Komaki X3 এবং এটি আরবান মোবিলিটির জন্য ডিজাইন করা হয়েছে। সম্ভাব্য ক্রেতা হিসেবে মহিলাদের টার্গেট করছে কোম্পানিটি। দাম রাখা হয়েছে ৫২,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। হাই ক্যাপাসিটি লিথিয়াম-আয়ন ব্যাটারি, একটি ডিজিটাল ড্যাশবোর্ড এবং একাধিক রাইডিং মোডের মতো বৈশিষ্ট্য রয়েছে ই-স্কুটারে।
কোমাকি ইলেকট্রিক ভেহিকেলস-এর সহ প্রতিষ্ঠাতা গুঞ্জন মালহোত্রা নতুন এই ব্যাটারি চালিত স্কুটারের লঞ্চ প্রসঙ্গে বলেছেন, অত্যাধুনিক Komaki X3 সিরিজের সূচনা ভারতের EV (বৈদ্যুতিক যানবাহন) বিপ্লবের নেতৃত্ব দেওয়ার আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। X3 সিরিজ শক্তি, উদ্ভাবন, এবং রাস্তায় প্রতিটি আরোহীর ক্ষমতায়নের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।”
Komaki X3: স্পেসিফিকেশন ও ফিচার্স
Komaki X3 সিরিজের ইলেকট্রিক স্কুটার বর্ধিত রেঞ্জ এবং দ্রুত চার্জ হওয়ার জন্য ডিজাইন করা একটি উচ্চ-ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে সজ্জিত। এটি একবার চার্জ দিলে ৭৫ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ সরবরাহ করবে। প্রতি ঘন্টায় সর্বাধিক গতিবেগ ৫২-৫৫ কিলোমিটার। ৩ কিলোওয়াট ক্ষমতার শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। মসৃণ অ্যারোডাইনামিক বডি এবং প্রিমিয়াম অ্যালয় হুইল নান্দনিকতা বৃদ্ধি করে।
উন্নত দৃশ্যমানতার জন্য এলইডি ফ্রন্ট ইন্ডিকেটর সহ ডুয়েল এলইডি হেডল্যাম্প, উন্নত নিরাপত্তার জন্য ডিস্ক ব্রেক সিস্টেম, স্মার্ট অ্যাসিস্ট বৈশিষ্ট্য, পার্কিং রিপেয়ার অ্যাসিস্ট, গিয়ার অ্যাসিস্ট, ও গিয়ার মোড রয়েছে এই স্কুটারে। ডিজিটাল ড্যাশবোর্ডে প্রয়োজনীয় তথ্য ফুটে ওঠে ও একাধিক রাইডিং মোড বিভিন্ন প্রকার রাস্তার সাথে খাপ খায়। স্কুটারটি ভারত জুড়ে কোমাকির ডিলারশিপে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা বিভিন্ন ই-কমার্স সাইটের মাধ্যমেও X3 সিরিজ কিনতে পারবেন।