টাটা মোটরস জানুয়ারিতে অনুষ্ঠিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে তাদের জনপ্রিয় দুই এসইউভি (SUV), Harrier এবং Safari-এর Stealth Edition প্রকাশ করেছিল। কালো রঙে লোভিত এই দুই গাড়ি সকলের নজর কেড়ে নিয়েছিল। তখন অবশ্য দাম ঘোষণা করেনি ভারতীয় সংস্থাটি। তবে ফেব্রুয়ারি আসতেই আনুষ্ঠানিকভাবে লঞ্চের ঘোষণা চলে এল ব্র্যান্ডের তরফে।
Tata Safari Stealth Edition ভারতের বাজারে ২৫.২৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি, নতুন সংস্করণটি অ্যাকমপ্লিশড প্লাস ভেরিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি এবং ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় সংস্করণে উপলব্ধ। গ্রাহকরা নতুন সংস্করণের সাথে ছয়-আসনের কনফিগারেশন বেছে নিতে পারবেন। সাফারি স্টিল্থ এডিশন ম্যাট ব্ল্যাক এক্সটেরিয়র পেইন্ট ও ব্ল্যাক লেদারেট ইন্টেরিয়র থিমে সজ্জিত।
গাড়ির অ্যালয় হুইলে ডার্ক কালারের ট্রিটমেন্টের পাশাপাশি সামনের ফেন্ডারে স্টিলথ ব্যাজিং রয়েছে। যান্ত্রিক দিক থেকে, গাড়িতে কোনও পরিবর্তন নেই। টাটা সাফারির স্টিলথ সংস্করণ ২.০ লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত যা সর্বাধিক ১৬৮ হর্সপাওয়ার এবং ৩৫০ নিউটন মিটার পর্যন্ত টর্ক উৎপাদন করতে সক্ষম।
গাড়িটি ছয়-গতির ম্যানুয়াল গিয়ারবক্স এবং অটোমেটিক টর্ক কনভার্টার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। এতে মোট তিনটি ট্রিম থাকছে। টাটা সাফারি স্টিলথ ম্যানুয়াল কিনতে খরচ হবে ২৫.২৯ লক্ষ টাকা। টাটা সাফারি স্টিলথ এটি (অটোমেটিক) মডেলের দাম রাখা হয়েছে ২৬.৮৯ লক্ষ টাকা। আর সাফারি স্টিলথ এটি (৬-সিটার) ট্রিমের মূল্য ২৬.৯৯ লক্ষ টাকা। মনে রাখবেন, এগুলি সমস্ত এক্স-শোরুম প্রাইস।