অটোকার

গাড়ির জগতে বিপ্লব! রইল 2024 সালে লঞ্চ হওয়া পাঁচটি সেরা ইলেকট্রিক স্কুটারের লিস্ট

Published on:

Top 5 electric scooters launched in 2024 Bajaj chetak 35 series to Honda Activa e

2024 সালে বাজারে এসেছে Ather Rizta এর মতো পারিবারিক ইলেকট্রিক স্কুটার এবং Honda Activa e এর মতো আধুনিক ইলেকট্রিক টু হুইলার। এ বছর বাজার কাঁপিয়েছে একাধিক ইলেকট্রিক স্কুটার। নিত্য যাতায়াতে ইভিকে নির্ভরযোগ্য করে তুলতে বদ্ধ পরিকর কোম্পানগুলি। তাই বিকল্পের অভাব রাখা হয়নি বাজারে।

কী কী সেরা ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে 2024 সালে

Ather Rizta

ব্যবহারিক দৈনন্দিন স্কুটার হিসাবে এটি লঞ্চ করেছে এথার। দাম 1.10 লাখ টাকা। এপ্রিলে এই স্কুটার বাজারে আনা হয়েছে। রয়েছে দু’রকম ব্যাটারি – 2.9 কিলোওয়াট আওয়ার এবং 3.7 কিলোওয়াট আওয়ার। Rizta এর ফুল চার্জে রেঞ্জ যথাক্রমে 123 কিলোমিটার এবং 160 কিলোমিটার।

WhatsApp Community Join Now

Hero Vida V2

ডিসেম্বরের শুরুতে নতুন Vida V2 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে Hero MotoCorp। দাম শুরু 96,000 টাকা থেকে। এই স্কুটারের তিনটি ভ্যারিয়েন্ট উপলব্ধ – Lite, Plus, এবং Pro। ব্যাটারি ক্যাপাসিটি যথাক্রমে 2.2 কিলোওয়াট আওয়ার, 3.44 কিলোওয়াট আওয়ার, এবং 3.94 কিলোওয়াট আওয়ার। বাড়িতে চার্জ করা যাবে এই স্কুটার। 80 শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় নেবে প্রায় 6 ঘণ্টা। সর্বোচ্চ গতি 90 কিমি প্রতি ঘণ্টা।

TVS iQube ST 5.1

TVS এই বছরের মে মাসে 5.1 কিলোওয়াট ব্যাটারি-সহ এই স্কুটার লঞ্চ করেছে। এটির দাম 1.85 লাখ টাকা। স্কুটারের রেঞ্জ ফুল চার্জে 150 কিলোমিটার। সর্বোচ্চ গতি 82 কিমি প্রতি ঘণ্টা। এতে রয়েছে 7 ইঞ্চি কালারফুল টাচস্ক্রিন এবং ডিজিটাল ডকুমেন্ট স্টোরেজ এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম-সহ 118টির বেশি কানেক্টিভিটি ফিচার্স।

Bajaj Chetak 35 Series

ডিসেম্বরের শুরুতে 35 সিরিজ নামে নতুন চেতক লঞ্চ করেছে বাজাজ। এই স্কুটার দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – 3502 এবং 3501, যার দাম যথাক্রমে 1.20 লক্ষ টাকা এবং Rs 1.27 লক্ষ টাকা। এতে রয়েছে 3.5 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। রেঞ্জ 153 কিলোমিটার। স্কুটারের সর্বোচ্চ গতি 73 কিমি প্রতি ঘণ্টা।

Honda Activa e

নভেম্বরে নতুন Activa e উন্মোচন করেছে বাজাজ। এটি পেট্রল চালিত অ্যাক্টিভার ইলেকট্রিক সংস্করণ। 1 জানুয়ারি থেকে স্কুটারের বুকিং শুরু হবে। ডেলিভারি শুরু হতে পারে ফেব্রুয়ারি থেকে। ফুল চার্জে 102 কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বলে জানিয়েছে হোন্ডা। রয়েছে 1.5 কিলোওয়াট আওয়ার ব্যাটারি। স্কুটারের বাকি ফিচার্স খুব শীঘ্রই প্রকাশ করতে পারে হোন্ডা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন