নতুন লুকে হাজির Ducati Scrambler Full Throttle, ব্রোঞ্জ চাকা ও নম্বর প্লেটে স্টাইলের ছোঁয়া

Ducati ভারতের বাজারে লঞ্চ করলো তাদের নতুন স্ক্র্যাম্বলার – 2025 Ducati Scrambler Full Throttle।
এটি আগ্রাসী ব্ল্যাক ও ব্রোঞ্জ কালার অপশনে পাওয়া যাবে। এই কালার স্কিম বাইকটির রেসিং স্বভাবকে ফুটিয়ে তুলেছে। এর মধ্যে ব্রোঞ্জ কালারের চাকা ও পাশে থাকা নম্বর প্লেট বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এর সাথে পাওয়া যাবে লো-সেট, ভ্যারিয়েবল হ্যান্ডেলবার।
2025 Ducati Scrambler Full Throttle এর ডিজাইন ও ফিচার
২০২৫ ডুকাটি স্ক্র্যাম্বলার ফুল থ্রটল বাইকটির ডিজাইনে একাধিক পরিবর্তন এসেছে। খাঁজকাটা রিয়ার এন্ড ও অপেক্ষাকৃত অনুভূমিক, কিন্তু আরামদায়ক সিট – সবকিছুই রাইডারের আরাম ও বাইকের স্টাইলিশ লুককে প্রাধান্য দিয়ে তৈরি। ফলে বাইকটি শহরের রাস্তায় হোক বা হাইওয়েতে, সমান দক্ষতার সঙ্গে চলতে পারবে।
ফিচারের কথা বললে এই বাইকে রয়েছে ৪.৩ ইঞ্চির TFT স্ক্রিন, যা ইনস্ট্রুমেন্টেশন ও কানেক্টিভিটির জন্য ব্যবহৃত হয়। ডুকাটি মাল্টিমিডিয়া সিস্টেমের সঙ্গে যুক্ত এই স্ক্রিন রাইডারকে বিভিন্ন তথ্য দেখাবে। এখানে ‘রোড’ ও ‘স্পোর্ট’ – দুটি রাইড মোড আছে। নিরাপত্তার জন্য এতে আছে Cornering ABS ও Ducati Traction Control (DTC)।
২০২৫ ডুকাটি স্ক্র্যাম্বলার ফুল থ্রটল বাইকে ছয় গিয়ারবিশিষ্ট ৮০৩ সিসি এল-টুইন, এয়ার-কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে, তা ৭১.৮৭ বিএইচপি শক্তি এবং ৬৫.২ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইক ক্লাচ ছাড়াই গিয়ার বদল করতে দেবে।
2025 Ducati Scrambler Full Throttle এর দাম
২০২৫ ডুকাটি স্ক্র্যাম্বলার ফুল থ্রটল বাইকের দাম রাখা হয়েছে ১২.৬০ লাখ টাকা (এক্স-শোরুম)। ইতিমধ্যেই এর বুকিং শুরু হয়েছে। এটি দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাইসহ দেশের বিভিন্ন ডুকাটি শোরুম থেকে কেনা যাবে।