iPhone 17 এর পরিবর্তে iPhone 16 কেনার আগে দুইবার ভাবুন, নতুন মডেল 7000 টাকা সস্তা

অ্যাপল গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত “Awe-Dropping” ইভেন্টে নতুন iPhone 17 সিরিজ ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে চারটি মডেল এসেছে, যাদের নাম iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone Air। আর এই বছর প্রতিটি আইফোন মডেল ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের পরিবর্তে ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। যেকারণে ফোনগুলির দাম কিছুটা বেড়েছে। যদিও আপনি সিরিজের বেস মডেল iPhone 16 এর তুলনায় আর কম মূল্যে কেনার সুযোগ পাবেন। এছাড়া কোম্পানি পুরানো মডেলগুলির দাম কমিয়েছে।
iPhone 17 সিরিজ আসতেই দাম কমলো iPhone 16 সিরিজের
iPhone 17 সিরিজ লঞ্চ হওয়ার পর iPhone 16 সিরিজের iPhone 16 এবং 16 Plus মডেল দুটি এখন ১০,০০০ টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে। ফলে যারা তুলনামূলক কম দামে আইফোন কিনতে চান এটা তাদের জন্য দারুন খবর।
iPhone 17 সাশ্রয়ী মূল্যে লঞ্চ হয়েছে
ভারতে iPhone 17 এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮২,৯০০ টাকা। যেখানে গত বছরের iPhone 16 মডেলের একই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৮৯,৯০০ টাকা। অর্থাৎ নতুন ফোনটি ৭,০০০ টাকা সস্তা।
iPhone 17 Pro সিরিজ বেশি দামে এসেছে
ভারতে iPhone 17 Pro এর দাম শুরু হচ্ছে ১,৩৪,০০০ টাকা থেকে। যেখানে iPhone Pro Max এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৪৯,৯০০ টাকা। আর এর ২ টিবি স্টোরেজ মডেল কিনতে খরচ হবে মাত্র ২,২৯,৯০০ টাকা। উভয় মডেলের দাম গত বছরের iPhone 16 Pro ও Pro Max এর তুলনায় ৫,০০০ টাকা বেশি। এমনকি iPhone 16 Pro Max এখন মাত্র ১,৩০,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।
ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, বেস মডেল সস্তা রেখে আসলে অ্যাপল এন্ট্রি-লেভেল ক্রেতাদের কোম্পানির ইকোসিস্টেমে যুক্ত করতে চাইছে। কিন্তু যারা হাই-এন্ড মডেল খুঁজছেন, তাদের বেশি টাকা খসাতে হবে।