মোবাইল

লঞ্চের পর সবচেয়ে কম দামে দুর্দান্ত ক্যামেরার CMF Phone 1 ফোনের, চলেছে ধামাকা সেল

Published on:

Flipkart omg gadgets sale cmf Phone 1 lowest price ever available only rs 12999

সুমন পাত্র, কলকাতা: শুরু হয়েছে Flipkart OMG Gadgets Sale এবং এই সেলে বিভিন্ন ব্রান্ডের ফোন কম দামে পাওয়া যাচ্ছে। তবে এখানে আমরা একটি ফোনের বিষয়ে বলবো, যেটি সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। এই ডিভাইসর নাম CMF Phone 1। নাথিং এর সাব ব্র্যান্ডের এই স্মার্টফোন ১৫ হাজার টাকার রেঞ্জে বাজারে যথেষ্ট জনপ্রিয়। ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে এটি সর্বনিম্ন দামে কেনা যাবে।

লঞ্চের সময় CMF Phone 1 এর দাম ছিল

সিএমএফ ফোন ১ গত জুলাই ২০২৪-এ লঞ্চ হয়েছিল। ভারতীয় বাজারে এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৭,৯৯৯ টাকা। এটি ব্ল্যাক, ব্লু, লাইট গ্রীন এবং অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ।

তবে বর্তমানে এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট সেলে ১৪,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে এর দাম আরও ২,০০০ টাকা পর্যন্ত কমানো যেতে পারে, ফলে এটি ১২,৪৯৯ টাকায় কেনা যাবে।

CMF Phone 1 এর ফিচার

সিএমএফ ফোন ১ মডেলে আছে ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED LTPS ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ২০০০ নিটস। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নাথিং ওএস ২.৬ কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য, সিএমএফ ফোন ১ ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

CMF Phone 1 হ্যান্ডসেটে সিকিউরিটির জন্য অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে এই ফোনকে IP52 রেটিং সহ আনা হয়েছে।