Vivo T4R 5G হবে দেশের সবচেয়ে পাতলা কোয়াড-কার্ভড ডিসপ্লের ফোন, কেনা যাবে Flipkart থেকে

ভিভো শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Vivo T4R 5G। আজ ফ্লিপকার্টে ডিভাইসটির জন্য ‌ল্যান্ডিং পেজ বানানো হয়েছে। যেখান থেকে ফোনটির ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। বলার অপেক্ষা রাখে না যে, লঞ্চের পর ডিভাইসটি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। কোম্পানির দাবি, Vivo T4R 5G হতে চলেছে দেশের সবথেকে স্লিম কোয়াড-কার্ভড ডিসপ্লে ফোন। যদিও এর লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।

Vivo T4R 5G হবে দেশের সবচেয়ে পাতলা কোয়াড-কার্ভড ডিসপ্লের ফোন

ফ্লিপকার্টের টিজার পোস্টার থেকে জানা গেছে ভিভো টি৪আর ৫জি এর ডিজাইন বেশ স্টাইলিশ এবং স্লিক হবে। এটি মাত্র ৭.৩৯ মিমি পুরু হবে, এবং এতে চারপাশে কার্ভড এজ দেখা যাবে। ফোনটির পিছনের ক্যামেরা আইল্যান্ড বেশ ফ্ল্যাট এবং কমপ্যাক্ট। কোম্পানি জানিয়েছে, কাউন্টারপয়েন্ট রিসার্চের ডেটা অনুযায়ী ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে এটি দেশের সবচেয়ে পাতলা কোয়াড-কার্ভড ডিসপ্লের ফোন।

Vivo T4R 5G এর ভারতে দাম থাকবে সাধ্যের মধ্যে

৯১মোবাইলস কিছুদিন আগে একটি প্রতিবেদনে দাবি করে, টি৪আর ৫জি-এর দাম রাখা হতে পারে ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে। এই ফোনটি সম্ভবত ভিভো টি৪এক্স ও ভিভো টি৪ ৫জি মডেলের মাঝামাঝি জায়গায় অবস্থান করবে। উল্লেখ্য, টি৪এক্স এর বেস ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা এবং টি৪ ৫জি এর দাম শুরু হয়েছে ২১,৯৯৯ টাকা থেকে।

Vivo T4R 5G এর স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, Vivo T4R 5G স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট। এটি IP68 এবং IP69 রেটিং সহ আসবে, ফলে ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে। জানিয়ে রাখি, T4 5G মডেলে ছিল স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর, ৭,৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে T4x 5G ফোনটি ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৬,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এসেছিল।