৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসছে Google Pixel 10 ও Pixel 10 Pro XL, দাম কত থাকবে

Google চলতি বছরের আগস্টে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Pixel 10 লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে মোট চারটি মডেল আসবে বলে জানা গেছে – Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, এবং Pixel 10 Pro Fold। প্রতিটি ফোনে পারফরম্যান্সের জন্য থাকবে Tensor G5 চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম।
সাম্প্রতিক রিপোর্ট থেকে Google Pixel 10 সিরিজের কালার এবং ওয়ালপেপার সম্পর্কে জানা গেছে। স্ট্যান্ডার্ড Pixel 10 মডেল পাওয়া যাবে চারটি আকর্ষণীয় কালারে – ব্লু, লিমোনচেলো (ইয়েলো), আইরিস (পার্পল) ও অবসিডিয়ান (ব্ল্যাক)। লিমোনচেলো শেডটি আগের Pixel 6 Pro-এর সরটা সানি কালারের কথা মনে করিয়ে দেয়। অন্যদিকে, Pixel 10 Pro ও Pixel 10 Pro XL মডেল আসবে গ্রীন, স্টার্লিং (গ্রে), পোর্সেলিন (হোয়াইট) ও অবসিডিয়ান (ব্ল্যাক) কালারে। ফোনগুলোর কালারের সঙ্গে মিলিয়ে মোট ৪০টি নতুন ওয়ালপেপার দেওয়া হবে বলে জানা গেছে।
ডিজাইনের ক্ষেত্রে Pixel 10 স্মার্টফোনে আগের মতো ক্যামেরা বার দেখা যাবে, তবে নতুনভাবে যুক্ত হয়েছে ম্যাট ফিনিশ। এবার প্রথমবারের মতো স্ট্যান্ডার্ড Pixel 10 মডেলে আরেকটি (তৃতীয়) রিয়ার ক্যামেরা যুক্ত হতে পারে। এতে থাকবে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে।
পারফরম্যান্সের জন্য ডিভাইসগুলিতে ব্যবহার করা হবে ৩ এনএম প্রযুক্তিতে তৈরি Tensor G5 চিপসেট। Pixel 10 মডেলে থাকবে ১২ জিবি র্যাম, আর Pro মডেলে পাওয়া যাবে ১৬ জিবি পর্যন্ত র্যাম। ক্যামেরার দিক থেকেও Pixel 10 সিরিজে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে। এগুলি হবে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সিস্টেম, যাতে প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড ও পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে, এবং টেলিফটো লেন্সে ৫০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য বেস মডেলে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা AI-চালিত ফিচারের সাহায্যে দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এগুলি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে।
ভারতে Google Pixel 10-এর দাম রাখা হতে পারে ৮০,০০০ টাকা থেকে ৮৫,০০০ টাকার মধ্যে। অন্যদিকে, Pixel 10 Pro XL-এর দাম প্রায় ১,০৩,৯০০ টাকা রাখা হতে পারে।