লঞ্চের আগেই iPhone 17 Pro 5G এর ডিজাইন, ক্যামেরা ফিচার ফাঁস, দাম কত থাকবে

আগামী সেপ্টেম্বর মাসে বাজারে আসতে চলেছে iPhone 17 সিরিজ। এই সিরিজের অধীনে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro ও iPhone 17 Pro Max মডেলগুলি বাজারে আসতে পারে। ইতিমধ্যেই ডিভাইসগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার প্রো মডেলটির ডিজাইন, ডিসপ্লে ও ক্যামেরা ফিচার সম্পর্কে জানা গেছে। এমনকি এর দামও প্রকাশ্যে এসেছে। iPhone 17 Pro স্মার্টফোনটি স্ট্যান্ডার্ড ও প্রো ম্যাক্স মডেলেয মধ্যে অবস্থান করবে।
iPhone 17 Pro এর সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
ডিজাইন ও ডিসপ্লে
আইফোন ১৭ প্রো মডেলে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে, আর পিছনের প্যানেলে দেখা যাবে আধা কাচের প্যানেল। এতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধার্থে পাওয়া যাবে। ক্যামেরা মডিউলটির ডিজাইন আয়তকার হবে, যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
এর সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চি এলটিপিও ওএলইডি স্ক্রিন, যা ১২০ হার্টজ প্রোমোশন রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে নতুন স্ক্র্যাচ ও অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং থাকবে। ফোনটি ব্ল্যাক, গ্রে, সিলভার, ডার্ক ব্লু ও কপার-অরেঞ্জ কালার অপশনে আসবে।
পারফরম্যান্স, কুলিং সিস্টেম
এই ফোনে পারফরম্যান্সের জন্য নতুন A19 Pro চিপ ব্যবহার করা হবে, যা টিএসএমসি-র ৩ ন্যানোমিটারের N3P প্রসেসে তৈরি। এতে ১২ জিবি র্যাম এবং অ্যাপলের নিজস্ব ওয়াই-ফাই ৭ চিপ পাওয়া যাবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ভ্যাপার চেম্বার কুলিং টেকনোলজি দেওয়া হবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য iPhone 17 Pro ফোনে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে টেলিফোটো লেন্স পাওয়া যাবে। আর সামনে দেওয়া হবে ২৪ মেগাপিক্সেল সেন্সর।
ব্যাটারি ও অপারেটিং সিস্টেম
iPhone 17 Pro-এর ব্যাটারি ক্যাপাসিটি এখনও সামনে আসেনি। উল্লেখ্য 16 Pro মডেলে ৩,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া ছিল। আশা করা যায় উত্তরসূরিতে আরও বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। আর স্মার্টফোনটি iOS 26 অপারেটিং সিস্টেমে চলবে।
iPhone 17 Pro এর দাম ও প্রিঅর্ডার
রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Pro লঞ্চ হবে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে। আর প্রি-অর্ডার শুরু হবে পরের সপ্তাহে থেকে। ভারতে এর দাম শুরু হবে প্রায় ১,৪৫,০০০ টাকা থেকে।