Moto G96 5G বাজারে ঝড় তুলবে, মিড-রেঞ্জে ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা সহ কার্ভড ডিসপ্লে

আগামী কয়েক মাসে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Motorola। এরমধ্যে অন্যতম Moto G96 5G। ডিভাইসটি ২০২৫ সালের দ্বিতীয় কোয়ার্টারে বাজারে আসতে পারে। যদিও মোটোরোলা এখনো নিশ্চিত করে কিছু বলেনি, তবে সম্প্রতি ফোনটির ফিচার, ডিজাইন এবং দাম ফাঁস হয়েছে। Moto G96 5G ডিভাইসটি মিড-রেঞ্জে আসবে এবং এতে একাধিক আধুনিক ফিচার থাকবে।

Moto G96 5G এর ডিজাইন ও কালার অপশন

মোটো জি৯৬ ৫জি ফোনটির পিছনের প্যানেল তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব ভেগান লেদার দিয়ে। এর পিছনে দেখা যাবে আয়তাকার ক্যামেরা আইল্যান্ড, যেখানে দুটি ক্যামেরা লেন্স উলম্বভাবে থাকবে এবং পাশে দেওয়া হবে একটি পিল-আকৃতির LED ফ্ল্যাশ। এর ডিসপ্লেটি কার্ভড ডিজাইনের হবে। হ্যান্ডসেটটির ডান পাশে পাওয়ার ও ভলিউম বাটন দেখা গেছে।

মোটো জি৯৬ ৫জি ফোনটি চারটি কালারে আসতে পারে — অ্যাশলেইগ ব্লু, ক্যাটল্যা অর্কিড (ল্যাভেন্ডার), ড্রেসডেন ব্লু, এবং গ্রিন। প্রতিটি কালারই প্যান্টোন-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Moto G96 5G ফোনটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে থাকবে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক Hello UI ইন্টারফেসে চলবে এবং এতে তিনটি বড় ওএস আপডেট আসবে।

Moto G96 5G এর ডিসপ্লে ও ব্যাটারি

এই ফোনে ৬.৬৭-ইঞ্চি pOLED কার্ভড ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে ওয়াটার টাচ ২.০ প্রযুক্তি সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি‌।

ক্যামেরা সেটআপ

Moto G96 5G ফোনের পিছনে ৫০-মেগাপিক্সেল Sony Lytia 700C প্রাইমারি ক্যামেরা এবং ৮-মেগাপিক্সেল ম্যাক্রো ভিশন ক্যামেরা থাকবে। যদিও আলট্রা-ওয়াইড লেন্স থাকবে না। সামনে পাওয়া যাবে ৩২-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

দাম

রিপোর্ট অনুযায়ী, এই মোটো স্মার্টফোনের দাম রাখা হবে ২০ হাজার টাকার কাছাকাছি।