এই মাসেই বাজারে আসছে Motorola Edge 60 Stylus, চমৎকার ফিচার সহ আসবে 32MP সেলফি ক্যামেরা

মোটোরোলা গত সপ্তাহে তাদের নতুন স্মার্টফোন- Motorola Edge 60 Fusion লঞ্চ করেছে। এখন আবার সংস্থাটি 60 সিরিজের আরেকটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আসন্ন ফোনের নাম Motorola Edge 60 Stylus। টিপস্টার অভিষেক যাদবের জানিয়েছে, এটি 17 এপ্রিল লঞ্চ হবে। এতে Stylus (পেন) সাপোর্ট করবে। টিপস্টার X পোস্টে মোটোরোলা এজ 60 স্টাইলাসের ফিচার এবং স্পেসিফিকেশনও শেয়ার করেছে।
Motorola Edge 60 Stylus এর ফিচার (সম্ভাব্য)
টিপস্টারের মতে মোটোরোলা এজ 60 স্টাইলাস ফোনে 6.7 ইঞ্চির pOLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7s জেন 2 প্রসেসর ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে LED ফ্ল্যাশসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্সসহ 13 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।
আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ডিভাইসটি 5000mAh ব্যাটারি সহ আসবে। এই ব্যাটারি 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে 15W ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেমের কথা বললে, মোটোরোলা এজ 60 স্টাইলাস অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কাস্টম স্কিনে চলবে।
Exclusive ✨
Motorola Edge 60 stylus is launching in India on April 17, 2025.
✏️ Stylus (pen) included
📱 6.7″ pOLED display
120Hz refresh rate
🔳 Qualcomm Snapdragon 7s Gen 2 chipset
🍭 Android 15
📸 50MP+ 13MP rear camera
🤳 32MP front camera
🔋 5000mAh battery
⚡ 68 watt…— Abhishek Yadav (@yabhishekhd) April 7, 2025
গত সপ্তাহে লঞ্চ হয়েছে Edge 60 Fusion
ফোনটি 2 এপ্রিল লঞ্চ হতে চলেছে। এটি 12GB পর্যন্ত র্যাম এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর দাম শুরু হয়েছে 22,999 টাকা থেকে। এই ফোনে 6.7 ইঞ্চি অল-কাভার্ড pOLED ডিসপ্লে আছে। স্মার্টফোনটি ডাইমেনসিটি 7400 চিপসেটে চলবে। ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল শুটার পাওয়া যাবে।
আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মোটোরোলা এজ 60 ফিউশন ডিভাইসে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারি ক্যাপাসিটি 5500mAh, যা 68W টার্বো চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। মিলিটারি-গ্রেড বিল্ড কোয়ালিটির এই ফোনে IP68 এবং IP69 রেটিং পাওয়া যাবে।