লঞ্চের আগেই OnePlus 13T ফোনের হ্যান্ডস অন ভিডিও ফাঁস, দুর্ধর্ষ ফিচার সহ থাকবে সেরা ক্যামেরা

ওয়ানপ্লাস শীঘ্রই নতুন ফ্ল্যাগশিপ ফোন OnePlus 13T লঞ্চ করতে চলেছে। যদিও সংস্থার তরফ থেকে এখনো এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি, তবে ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো-তে একটি হ্যান্ডস-অন ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে ফোনটির রিয়ার এবং সাইড ডিজাইন দেখা গেছে। টিপস্টার অভিষেক যাদব X (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে এই ভিডিও শেয়ার করেছেন।

এই ফিচারের সাথে আসবে OnePlus 13T স্মার্টফোন

রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস 13T ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের ব্রাইটনেস ১৬০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হবে। এটি LPDDR4x র‌্যাম এবং UFS 4.0 স্টোরেজ সহ আসবে।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস 13T ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যেতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ওয়ানপ্লাস 13T হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে থাকবে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪ এবং NFC সাপোর্ট। ফোনটি মেটাল ফ্রেম এবং X-axis লিনিয়ার হ্যাপটিক মোটর সহ আসতে পারে।

আবার এতে আলার্ট স্লাইডারের পরিবর্তে থাকবে অ্যাকশন বাটন দেওয়া হবে। অডিওর জন্য থাকবে ডুয়াল স্টেরিও স্পিকার। স্মার্টফোনটি IP68/IP69 রেটিংসহ আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।