আইফোন ভেবে ভুল করবেন না! Oppo Reno 14 আনছে স্টাইলের ঝড়, সাথে সেরা ক্যামেরা

ওপ্পো তাদের নতুন স্মার্টফোন সিরিজ, Oppo Reno 14 লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে বেশ কয়েকটি মডেল আসবে। এর মধ্যে বেস মডেল Reno 14 এর ছবি সম্প্রতি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উইবোতে শেয়ার করেছেন। ছবি থেকে জানা গেছে এই ফোনে নতুন ‘ক্যানন-স্টাইল’ ক্যামেরা সেটআপ থাকবে, যা কোল্ড-কার্ভিং প্রযুক্তি দিয়ে তৈরি। এই ক্যামেরা ডিজাইন Oppo Reno 14 এর পিছনে ইউনিক লুক প্রদান করবে।
Oppo Reno 14 সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে
ওপ্পো রেনো ১৪ এর ছবি থেকে স্পষ্ট যে এটি লার্জ R-অ্যাঙ্গেল ডিজাইন এবং অ্যালুমিনিয়াম অ্যালো সাইড ফ্রেম সহ আসবে, ফলে দেখতে আইফোনের মতো হবে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, স্মার্টফোনের টেক্সচার এবং ফিনিশিং এমন যে এক ঝলকে এটি আইফোনের মতো মনে হতে পারে। যদিও রেনো ১৪ এর ফ্রন্ট লুক এখনও প্রকাশ্যে আসেনি, তবে মনে করা হচ্ছে, এটি ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে।
এছাড়া ওপ্পো রেনো ১৪ ফোনে ৬.৫৯ ইঞ্চি OLED LTPS ডিসপ্লে পাওয়া যাবে, যা ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এর মধ্যে প্রাইমারি ক্যামেরায় OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট করবে।
সেলফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। Oppo Reno 14 ডিভাইসটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে এবং সিকিউরিটির জন্য পাওয়া যাবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি মে মাসে বাজারে আসতে পারে।