Poco X7 Pro 5G শীতের বাজার গরম করতে ডাইমেনসিটি 8400 আল্ট্রা প্রসেসর ও 6550mAh ব্যাটারি সহ আসছে

আগামী 9 জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Poco X7 সিরিজ। এই সিরিজের অধীনে দুটি মডেল আসতে পারে Poco X7 5G এবং Poco X7 Pro 5G। ইতিমধ্যেই প্রো মডেলের ভারতে দাম কত ‌রাখা হবে তা ফাঁস হয়েছে। এর পাশাপাশি এখন ডিভাইসটির ফ্লিপকার্ট প্রোডাক্ট পেজ ফোনটির বিশেষ বিশেষ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। জানা গেছে Poco X7 Pro ভারতের 6550mAh ব্যাটারির সাথে আসবে।

Poco X7 5G এবং Poco X7 Pro 5G এর দাম ফাঁস

এছাড়া সামনে এসেছে যে পোকো X7 প্রো ডাইমেনসিটি 8400-আল্ট্রা প্রসেসরের সাথে লঞ্চ হবে এবং ভারতে এর দাম 30,000 টাকার কম রাখা হবে। যেখানে ডাইমেনসিটি 8300-আল্ট্রা প্রসেসর দ্বারা চলা পোকো X6 প্রো এর লঞ্চের সময় দাম ছিল 26,999 টাকা। এদিকে পোকো X7 5G ভারতে 26,000 টাকার সেগমেন্টে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে।

Poco X7 Pro 5G এর ফিচার

পোকো X7 প্রো 5G ফোনে ফটোগ্রাফির জন্য আয়তক্ষেত্রাকার মডিউলের মধ্যে দুটি ক্যামেরা সেন্সর থাকবে বলে জানা গেছে। যেখানে পোকো X7 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। প্রো মডেলে পাওয়ারফুল ডাইমেনসিটি 8400-আল্ট্রা চিপ ব্যবহার করা হবে, যা আনটুটু বেঞ্চমার্কিং সাইটে 1.7 মিলিয়নেরও বেশি স্কোর করেছে। এতে এলপিডিডিআর 5এক্স র‌্যাম এবং ইউএফএস 4.0 স্টোরেজ পাওয়া যাবে।

পোকো X7 প্রো 5G মডেলে থাকবে আল্ট্রা-থিন থ্রিডি আইসলুপ সিস্টেম, এআই টেম্পারেচার কন্ট্রোল। ফ্লিপকার্ট মাইক্রোসাইট থেকে আরও জানা গেছে যে ফোনটি শাওমি হাইপারওএস 2 এবং ওয়াইল্ডবুস্ট অপ্টিমাইজেশান 3.0 এর সাথে আসবে। আর পোকো X7 এবং X7 প্রো ডিভাইসে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে বলে অনুমান করা হচ্ছে।