7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল Realme GT 7, Realme GT 7T ও GT 7 Dream Edition স্মার্টফোন

রিয়েলমির নতুন ফ্ল্যাগশিপ কিলার সিরিজ Realme GT 7 আজ ভারতে লঞ্চ হল। এই সিরিজের অধীনে মোট তিনটি মডেল বাজারে এসেছে – Realme GT 7, Realme GT 7T, এবং এক বিশেষ GT 7 Dream Edition। এই সিরিজের দাম শুরু হয়েছে ৩৪,৯৯৯ টাকা থেকে। ফিচার হিসেবে তিনটি মডেলে পাওয়া যাবে Sony ক্যামেরা সেন্সর, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন Realme GT 7, Realme GT 7T, এবং GT 7 Dream Edition এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
Realme GT 7 এর স্পেসিফিকেশন ও ফিচার
Realme GT 7 ফোনের মূল আকর্ষণ ৭০০০ এমএএইচ টাইটান ব্যাটারি, যা মাত্র ১৪ মিনিটে ৫০ শতাংশ এবং ৪০ মিনিটে পুরোপুরি চার্জ হতে পারে ১২০ ওয়াট আল্ট্রা চার্জ প্রযুক্তির মাধ্যমে। এতে থাকছে স্মার্ট বাইপাস প্রযুক্তি, যা ফোনকে গরম হতে বাধা দেবে। বিশ্বের প্রথম ফোন হিসেবে এটি TÜV Rheinland ৫ স্টার ব্যাটারি সার্টিফিকেশন পেয়েছে।
পারফরম্যান্সের জন্য রিয়েলমি জিটি ৭ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ৪ এনএম TSMC প্রসেসে তৈরি। ডিভাইসটির সামনে থাকবে ৬.৭৮ ইঞ্চি AMOLED Pro-Esports স্ক্রিন, যা ৬০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। স্মার্টফোনটি আইপি৬৯ রেটিং সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি ৭ মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ৫০ মেগাপিক্সেল ২x টেলিফটো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Realme GT 7 এর দাম
Realme GT 7 এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৪২,৯৯৯ টাকা। এছাড়া ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৬,৯৯৯ টাকা। এর
প্রথম সেল শুরু হবে ৩০ মে ২০২৫ থেকে
Realme GT 7 Dream Edition এর বিশেষত্ব
অ্যাস্টন মার্টিন ফর্মুলা ওয়ান টিম এর সঙ্গে যৌথভাবে তৈরি করা GT 7 Dream Edition প্রিমিয়াম ডিজাইন সহ এসেছে। এতে সিলভার উইং এমব্লেম, কালেক্টর বক্স ও Racing Green ফিনিশ দেখা যাবে, যা একে ইউনিক করে তুলেছে।
Realme GT 7 Dream Edition এর দাম
১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৪৯,৯৯৯ টাকা।
প্রথম সেল: ১৩ জুন ২০২৫।
Realme GT 7T এর ফিচার ও স্পেসিফিকেশন
Realme GT 7T ফোনে ডাইমেনসিটি ৮৪০০ ম্যাক্স চিপসেট এবং আইস সেন্স গ্রা গ্রাফিন কুলিং প্রযুক্তি উপস্থিত। এছাড়া, এতে রয়েছে ৭৭০০mm² ভ্যাপর চেম্বার কুলিং ব্যবস্থা। এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে, এর পিছনে ৫০ মেগাপিক্সেল IMX896 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স আছে। আর সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতেও ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
Realme GT 7T এর দাম
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা।
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩৭,৯৯৯ টাকা।
১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৪১,৯৯৯ টাকা।
প্রথম সেল: ৩০ মে ২০২৫ (ব্যাঙ্ক অফার হিসেবে ৩০০০ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে)।