ভিভো তাদের অন্যতম জনপ্রিয় ফোন Vivo T3x 5G এর দাম কমানোর সিদ্ধান্ত নিল। গত বছর এপ্রিলে বাজেট রেঞ্জে এই 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছিল। সংস্থাটি ডিভাইসটির সমস্ত ভ্যারিয়েন্টের দাম কমিয়েছে। তবে শুধু ভিভো নয়, সম্প্রতি সময়ে Samsung-ও তাদের বেশ কয়েকটি ফোনের দামে কাটছাঁট করেছে।
Vivo T3x 5G ফোনের নতুন দাম
দাম কমার পরে ভিভো T3x 5G মডেলের 4GB + 128GB মডেলের দাম 13,499 টাকার পরিবর্তে 12,499 টাকা হয়েছে, আবার 6GB + 128GB মডেল 14,999 টাকার পরিবর্তে 13,999 টাকায় পাওয়া যাবে এবং 8GB + 128GB মডেল কেনা যাবে 16,499 টাকার পরিবর্তে 15,499 টাকায়। নতুন দামে ফোনটি ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে।
দাম কমেছে Samsung Galaxy A55, A35 5G এর
স্যামসাং গত বছরের শেষের দিকে গ্যালাক্সি A55 এবং গ্যালাক্সি A35 5G এর দাম 6,000 টাকা পর্যন্ত কমিয়েছে। কাটছাঁটের পরে, গ্যালাক্সি A35 5G এর প্রারম্ভিক দাম 33,999 টাকা এবং গ্যালাক্সি A35 এর প্রারম্ভিক দাম 25,999 টাকা হয়েছে।
Vivo Y28s এর মূল্য হ্রাস
গত বছর ভিভো ওয়াই28এস-এর দাম 500 টাকা কমিয়েছিল ভিভো। দাম কমানোর পরে, 4GB + 128GB ভ্যারিয়েন্টের মূল্য 13,499 টাকা, 6GB + 128GB ভ্যারিয়েন্টের মূল্য 14,999 টাকা এবং 8GB + 128GB ভ্যারিয়েন্টের মূল্য 16,499 টাকা হয়েছে।
Vivo V30 এর দাম 2,000 টাকা কমেছে
গত বছর আগস্টে ভিভো V30 এর সব ভ্যারিয়েন্টের দাম 2,000 টাকা কমানো হয়েছিল। এখন এর 8GB + 128GB ভ্যারিয়েন্টের নতুন দাম 31,999 টাকা, 8GB + 256GB ভ্যারিয়েন্টের নতুন দাম 33,999 টাকা, 12GB + 256GB ভ্যারিয়েন্টের নতুন দাম 35,999 টাকা হয়েছে।