৭০০০mAh ব্যাটারি ও ফাস্ট চার্জিংয়ের সেরা তিন স্মার্টফোন, Realme, iQOO ও OPPO আছে লিস্টে

বর্তমানে স্মার্টফোন ক্রেতারা কেবল ডিজাইন বা ক্যামেরা দেখেই ফোন বেছে নিচ্ছেন না। অনেকের কাছে ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি বড় ফ্যাক্টর। কারণ কম ব্যাটারি থাকলে দিনে বারবার ফোন চার্জ দেওয়ার ঝামেলা পোহাতে হয়। আর সেই কারণেই বাজারে এখন এমন সব স্মার্টফোন আসছে, যেগুলোর ব্যাটারি ক্যাপাসিটি ৭০০০ এমএএইচ এর থেকেও বেশি। এই প্রতিবেদনে আমরা এমনই তিনটি ডিভাইসের বিষয়ে বলবো। এগুলিতে ফাস্ট চার্জিংয়ের সুবিধাও আছে। এমনকি একটি মডেল ১৫ মিনিটে হাফ চার্জ হয়ে যাবে। আসুন এদের নাম ও ফিচার জেনে নেওয়া যাক।
৭০০০mAh ব্যাটারি সহ ৩ সেরা স্মার্টফোন
Realme GT 7T
রিয়েলমির এই ফোনে দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, মাত্র ১৫ মিনিটে এর ব্যাটারি ৫০% চার্জ হয়ে যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ ম্যাক্স চিপসেট ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য Realme GT 7T ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আর সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে।
iQOO Neo 10
আইকোর এই স্মার্টফোনেও আছে ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং, যা ১৯ মিনিটে এর ব্যাটারি অর্ধেক চার্জ করে দেবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। চিপসেট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪। এতে পাওয়া যাবে ১৪৪ হাটজ রিফ্রেশ রেটের AMOLED প্যানেল, যার ব্রাইটনেস ৫৫০০ নিটস পর্যন্ত পৌঁছাতে পারে। ফোনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসতে পারে।
OPPO K13 5G
ওপ্পো জানিয়েছে এই ফোনের ব্যাটারি অন্তত ৫ বছর ধরে ভালো পারফর্ম করবে। এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই প্রযুক্তি ফোনকে ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করে ফেলতে পারে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর। এতে আছে ৫০ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে।