মোবাইল

Vivo T4x 5G লঞ্চ হচ্ছে 5 মার্চ, জলের দরে পাবেন 6,500mh ব্যাটারি ও 50MP ক্যামেরা

Published on:

Vivo T4x 5g price key specs revealed ahead of march 5 launch in India

Vivo T4x জল্পনার অবসান ঘটিয়ে ভারতে ৫ মার্চ লঞ্চ হতে চলেছে। ফোনটির দাম ১২-১৩ হাজার টাকা থেকে শুরু হবে, ফলে বাজেট সেগমেন্টে CMF Phone 1 ও iQOO Z9x-এর মতো জনপ্রিয় মডেলগুলিকে তীব্র প্রতিযোগিতার মুখে ফেলবে। ভিভোর এই স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চির আইপিএস ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১৫০০ নিট ব্রাইটনেস অফার করবে।

Vivo T4x ফোনটিকে প্রসেসিং পাওয়ার সরবরাহ করবে MediaTek Dimensity 7300। এই চিপসেটের নাম শোনা শোনা লাগছে? ঠিকই ধরেছেন, CMF Phone 1 এবং Poco X7 একই প্রসেসরে রান করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য, আসন্ন এই হ্যান্ডসেটে ৬ জিবি + ৮ জিবি LPDDR4x র‍্যাম এবং ১২৮ জিবি + ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ অপশন থাকবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য Vivo T4x-এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেলের হতে পারে। আর সামনের দিকে, সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এতে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ওএস ১৫ প্রি-ইনস্টলড থাকবে। কোম্পানি স্মার্টফোনটির সাথে ২ বছরের সিস্টেম আপগ্রেড ও ৩ বছরের সিকিউরিটি প্যাচ সরবরাহ করতে পারে।

এছাড়া, ভিভোর ফোনটি সম্ভবত IP64 রেটিং পাবে, যার অর্থ কিছুটা জলের ছিটা সহ্য করতে সক্ষম হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ বিশাল ৬.৫০০ ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। ভিভোর ফ্লিপকার্ট পেজ অনুযায়ী, ডিভাইসটির ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১২ থেকে ১৩,০০০ টাকার কাছাকাছি হতে পারে।