অক্ষর প্যাটেলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, এই একটা ভুলেই হার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে?

আইপিএল ২০২৫-এর ৪৬তম ম্যাচে গতকাল দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বিরাট ও ক্রুনালের ব্যাটে ভর করে এই জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু। তবে দিল্লির হার কোনো ভাবেই মেনে নিতে পারছে না সমর্থকরা। তারা দোষারোপ করছে অধিনায়ক অক্ষর প্যাটেলকে। সমর্থকরা মনে করছে, ১৯তম ওভারে অভিজ্ঞ মিচেল স্টার্ক বা দুশ্মন্ত চামিরার পরিবর্তে মুকেশ কুমারকে আক্রমণে আনা ঠিক হয়নি।
এদিন প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন কেএল রাহুল। বল হাতে আরসিবির ভুবনেশ্বর কুমার ৩টি এবং জশ হ্যাজেলউড ২টি উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে আরসিবি ৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়।
ম্যাচের একটি পর্যায়ে ১২ বলে আরসিবির জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। সেইসময় অক্ষর প্যাটেল তিন ওভারে ৩২ রান খরচ করা মুকেশ কুমারকে আক্রমণে আনেন। মুকেশ কুমারের ১৯তম ওভারের প্রথম তিন বলে টিম ডেভিড কার্যত ম্যাচ শেষ করে দেন। প্রথম বলে ছক্কা, দ্বিতীয় বলে নো বলের সঙ্গে চার, এরপর ফ্রি হিটে আরেকটি চার এবং তৃতীয় বলেও চার মারেন ডেভিড। ফলে মাত্র তিন বলেই আরসিবি জয়ের কাছে পৌঁছে যায়।
গতকালের ম্যাচে টিম ডেভিড ৫ বলে ১৯ রান করেন, যার স্ট্রাইক রেট ছিল ৩৮০। তবে আরসিবির জয়ের মূল কারিগর ছিলেন ক্রুণাল পান্ডিয়া, যিনি ৪৭ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। তার সঙ্গে বিরাট কোহলি (৫১ রান) গুরুত্বপূর্ণ ১১৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান।