জিম্বাবুয়ের বিরুদ্ধে নামার আগে নাজমুল হোসেন শান্তর হুঙ্কার, বদলে যাচ্ছে বাংলাদেশের টেস্ট সংস্কৃতি

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে এই ম্যাচ শুরু হবে, যা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিল ২০২৪ সালের নভেম্বরে।
এদিন ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, “এত বছর টেস্ট খেলার পরও টেস্ট সংস্কৃতি নিয়ে কথা বলা সত্যিই দুঃখজনক।” তিনি আরও বলেন, “গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ১২ ম্যাচের মধ্যে ৪টি জিতেছি, তাও বড় দলের বিপক্ষে। তাই এখনই সঠিক সময় টেস্ট সংস্কৃতি গড়ে তোলার।”
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বোর্ড। এরপরেই দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শান্ত জানিয়েছেন, কোচের পরিকল্পনার সঙ্গে খেলোয়াড়দের মতামতও বিবেচনা করা হচ্ছে।
তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, “আমরা স্বার্থপর ক্রিকেট খেলতে চাই না। প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য থাকবে। নতুন এই যাত্রার শুরুটা হবে এই টেস্ট থেকেই।”
শান্ত আরও জানান, দলের মানসিকতা ও দেহভাষায় পরিবর্তন আনার চেষ্টা চলছে। তিনি যোগ করেন “আমরা চাইছি আগ্রাসী মানসিকতা নিয়ে খেলতে। উইকেট নিতে হলে আগে বড় স্কোর গড়তে হবে। এসব নিয়েই আমরা আলোচনা করেছি।”
বাংলাদেশ অধিনায়ক আরও মনে করেন, দেশের টেস্ট ক্রিকেট অনেকদিন ধরেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার পরিবর্তন আসা দরকার। এখন দেখার শান্তর নেতৃত্বে টেস্ট ক্রিকেট বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারে কিনা।