গুরু বনাম শিষ্যের লড়াইয়ে জিতবে কে? ধোনির হাত ধরে চেন্নাই কি আজ পারবে লখনউকে হারিয়ে ঘুরে দাঁড়াতে?

আইপিএলে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টানা পাঁচ ম্যাচে হার, ঘরের মাঠে হারের হ্যাটট্রিক, এই মুহূর্তে লিগ টেবিলের সবচেয়ে তলায় আছে ধোনিরা। অধিনায়কত্ব ঋতুরাজ গায়কোয়াডের কাঁধ থেকে মহেন্দ্র সিং ধোনির হাতে এলেও, ভাগ্য বদলায়নি চেন্নাইয়ের। কলকাতার বিরুদ্ধে মাত্র ১০৩ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটে হার স্বীকার করে ধোনির দল।
অন্যদিকে, একেবারে বিপরীত ছবি লখনউ সুপার জায়ান্টসের। হোম-অ্যাওয়ে হোম ভিত্তিক পরপর তিন ম্যাচ জিতে ছন্দে রয়েছে পন্থরা। প্রতিটি ম্যাচই ছিল টানটান উত্তেজনায় ভরপুর। মিচেল মার্শ না থাকলেও দলে কোনো সমস্যা দেখা যায়নি। তার অনুপস্থিতিতে ঋষভ পন্থ ওপেন করেন। আর পরিবর্ত হিসেবে নেওয়া হয় হিম্মত সিংকে।
লখনউয়ের ব্যাটিংয়ে ভরসা নিকোলাস পুরানের ধারাবাহিকতা এবং এইডেন মার্কব়্যামের ফর্মে ফেরার ইঙ্গিত। তবে চেন্নাইয়ের সমস্যা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রেই। বিশেষ করে ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ ফেলা দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিচ্ছে।
আজ লখনউয়ের মাঠে মুখোমুখি হচ্ছে গুরু-শিষ্য, ধোনি বনাম পন্থ। শুধু মস্তিষ্কের লড়াই নয়, ব্যাট হাতে কে জ্বলে ওঠেন সেটাও দেখার বিষয়। চেন্নাই কি ঘুরে দাঁড়াতে পারবে? নাকি ঘরের মাঠে লখনউ বজায় রাখবে জয়ের ধারাবাহিকতা? জানা যাবে আর কিছু ঘন্টা পড়েই। খেলা শুরু হবে সন্ধ্যা ৭:৩০ থেকে। টিভিতে স্টার স্পোর্টস এবং মোবাইলে জিওহটস্টার থেকে লাইভ দেখা যাবে।