কলিঙ্গ সুপার কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল চেন্নাইয়িন এফসি

কলিঙ্গ সুপার কাপে বুধবার সন্ধ্যায় প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে নামছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। তাদের প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই সিটি এফসি, যাদের কোচ পেট্র ক্র্যাটকি দারুণ সফল এবং অভিজ্ঞ। চেন্নাইয়ের কোচ ওয়েন কোয়েল সতর্কতার সাথেই জানিয়েছেন যে এই ম্যাচে লড়াই কঠিন হবে। এই কারণে তিনি ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রস্তুতিতে মনোযোগ দিয়েছেন।

আইএসএল (ISL)-এ চেন্নাইয়িন এফসির পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় সুপার কাপে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। কয়েকদিন আগেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে গোলরক্ষক হিসেবে দায়িত্বে থাকছেন মোহম্মদ নওয়াজ, সমিক মিত্র ও মালকার উমেশ। দলের রক্ষণভাগ সামলাবেন রায়ান এডওয়ার্ড, প্রীতম কোটাল, এলসিনহো ডায়াস, পিসি লালদিনপুইয়া, ভিগনেশ দক্ষিণামূর্তি, অঙ্কিত মুখোপাধ্যায় এবং মন্দার রাও দেশাই।

আবার মাঝমাঠের দখন নিতে থাকবেন লুকাস ব্রাম্বিলা, ফারুক চৌধুরী, এডউইন সিডনি, মহেসন সিং, লালরিনলিয়ানা হনামতে, জিতেশ্বর সিং ও জিতেন্দ্র সিং। আর আক্রমণভাগ সামলাবেন উইলিমার জর্ডান গিল, ড্যানিয়েল চিমা চুকু, কিয়ান নাসিরি, গুরকিরাত সিং, ইরফান ইয়াদওয়ার্ড, ভিন্সি ব্যারেটো এবং কনর শিল্ডস।

চেন্নাইয়িন এফসির দলে বিশেষ করে নজরে থাকবেন জর্ডান গিল, যার প্রতি অনেক প্রত্যাশা থাকলেও এখনও পর্যন্ত নিজেকে প্রমাণ করতে ব্যর্থ তিনি। ফলে তার পারফরম্যান্স এই টুর্নামেন্টে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণে বড় ভূমিকা রাখবে।