IPL 2025: পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি রান রাজস্থান রয়্যালসের, এলএসজি-কে হারিয়ে সম্মান বাঁচালো আরসিবি

গতকাল RCB বনাম LSG ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে আইপিএল ২০২৫-এর লিগ পর্ব। ফলে এবারের আইপিএলে দলগুলোর সামগ্রীক পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় এসেছে। প্রতিটি দলই চেষ্টা করেছে আক্রমণাত্মক ক্রিকেট খেলার। তবে পাওয়ারপ্লে অর্থাৎ প্রথম ছয় ওভারে দলগুলোর আক্রমণাত্মক শুরু এবারে বিশেষভাবে নজর কেড়েছে। এক্ষেত্রে রাজস্থান রয়্যালস (RR) আইপিএল ২০২৫-এর সবচেয়ে সফল দল হিসেবে উঠে এসেছে
পাওয়ারপ্লেতে সবচেয়ে সফল রাজস্থান রয়্যালস
লিগের ১৪টি ম্যাচে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পাওয়ারপ্লেতে ৮৭৯ রান সংগ্রহ করেছে। যদিও তারা প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, তবুও পাওয়ারপ্লেতে ধারাবাহিক ভাবে আগ্রাসী ব্যাটিং করা রাজস্থানের জন্য একটি ইতিবাচক দিক।
রাজস্থান রয়্যালসের পর দ্বিতীয় স্থানে রয়েছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস (PBKS)। তারা ১৪টি ম্যাচে পাওয়ারপ্লেতে তুলেছে ৮৫৫ রান এবং সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছে। পাঞ্জাবের টপ অর্ডার ব্যাটাররা শুরু থেকেই ঝড়ো ইনিংস খেলে দলকে একাধিক ম্যাচে জয় এনে দিয়েছে।
এই লিস্টে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ৭৬৫ রান সহ তৃতীয় স্থানে রয়েছে। হার্দিক পান্ডিয়ারা চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠেছে এবং তারা এলিমিনেটর ম্যাচ খেলবে। যদিও টুর্নামেন্টের শুরুতে ফর্ম হারিয়ে ফেলেছিল মুম্বই।
প্লে-অফে উঠতে না পারলেও লখনউ সুপার জায়ান্টস (LSG) ৭৪৯ রান করে এই লিস্টের চতুর্থ স্থানে রয়েছে। ঋষভ পন্তের অধিনায়কত্বে দলটি ভালো সূচনা পেলেও ধারাবাহিকতা দেখাতে পারেনি।
গুজরাট টাইটান্স (GT) পাওয়ারপ্লেতে রান তোলার ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে ৭৩৮ রান নিয়ে। সাই সুদর্শন ও শুভমান গিল বেশ কয়েকটি ম্যাচে দলের হয়ে শক্ত ভিত গড়ে দিতে সক্ষম হয়েছে।
তবে শেষদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চমক দেখিয়েছে। ওই ম্যাচে পাওয়ারপ্লেতে ৬৬ রান তোলায় তারা এক লাফে তালিকায় দশম স্থান থেকে উঠে ষষ্ঠ স্থানে চলে এসেছে। সবমিলিয়ে ১৪ ম্যাচে RCB করেছে ৭২৪ রান।