IPL 2025 Orange Purple Cup: পাঞ্জাব বধাম মুম্বাই ম্যাচের পর কদের দখলে অরেঞ্জ ও পার্পল ক্যাপ

গতকাল পাঞ্জাব কিংস জয়পুরে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দলের মধ্যে জায়গা করে নিল। ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর, আর এই ম্যাচের পর অরেঞ্জ ও পার্পল ক্যাপের লিস্টে দেখা গেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

অরেঞ্জ ক্যাপের দৌড়ে এখনও সবার ওপরে রয়েছেন গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন, যিনি ১৪ ম্যাচে ৬৭৯ রান সংগ্রহ করেছেন। তার গড় ৫২.২৩। দ্বিতীয় স্থানে আছেন দলীয় অধিনায়ক শুভমান গিল, যিনি ১৪ ম্যাচে ৬৪৯ রান করেছেন। মাত্র ৯ রানের ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। তিনি ১৪ ম্যাচে ৬৪০ রান করেছেন।

পাঞ্জাব কিংসের তরুণ ব্যাটার প্রিয়াংশ আর্য দারুণ ফর্মে আছেন। মুম্বইয়ের বিপক্ষে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলে তিনি চার ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে, শ্রেয়াস আয়ার ১৪ ম্যাচে ৫১৪ রান করে নবম স্থানে পৌঁছেছেন। প্রভসিমরন সিং ৪৯৯ রান করে রয়েছেন ১১তম স্থানে।

পার্পল ক্যাপের লড়াইতেও এসেছে রদবদল। চেন্নাই সুপার কিংসের স্পিনার নূর আহমেদ ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। তার গড় ১৭.০০। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা (২৩ উইকেট) এবং তৃতীয় স্থানে ট্রেন্ট বোল্ট (১৯ উইকেট)। পাঞ্জাবের অর্শদীপ সিং পাঁচ ধাপ এগিয়ে ১৮ উইকেট নিয়ে চতুর্থ স্থানে পৌঁছেছেন। মুম্বইয়ের জসপ্রিত বুমরাহ ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন।