IPL 2025 Orange Purple Cup: বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস, অরেঞ্জ ও পার্পল ক্যাপ কাদের মাথায় দেখে নিন

গতকাল আইপিএল ২০২৫-এর লিগ পর্ব শেষ হল এক উত্তেজনাপূর্ণ ম্যাচের মাধ্যমে, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টস (LSG)-কে হারিয়ে শীর্ষ-২ দলে জায়গা করে নিয়েছে। লখনউয়ের একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হাই-স্কোরিং ম্যাচে ২২৮ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেই তুলে ফেলে বিরাট কোহলি।

আরসিবি বনাম এলসিজি ম্যাচের পরপর অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। যদিও গুজরাট টাইটান্সের সাই সুদর্শন এখনও শীর্ষে রয়েছেন, তিনি ৫২.২৩ গড়ে ১৪ ম্যাচে ৬৭৯ রান করেছেন। তার পরে রয়েছেন শুভমান গিল (৬৪৯ রান), সূর্যকুমার যাদব (৬৪০ রান) ও মিচেল মার্শ (৬২৭ রান)। তবে সবচেয়ে নজরকাড়া পারফরম্যান্স এসেছে বিরাট কোহলির কাছ থেকে। তিনি লখনউয়ের বিরুদ্ধে ৫৪ রানের ইনিংস খেলে ১৩ ম্যাচে ৬০২ রান করে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের লিস্টে প্রবেশ করেছেন, তার গড় ৬০.২০।

বিরাট কোহলির উত্থানে পিছিয়ে পড়েছে রাজস্থানের যশস্বী জয়সওয়াল (৫৫৯ রান)। লখনউয়ের নিকোলাস পুরান (৫২৪ রান) পিছনে ফেলেছে শ্রেয়াস আইয়ারকে (৫১৪ রান)।

তবে গতকাল বোলারদের মধ্যে পার্পল ক্যাপের লড়াইয়ে কোনও পরিবর্তন আসেনি। চেন্নাই সুপার কিংসের নুর আহমেদ ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে শীর্ষেই রয়েছেন। নুরের পরে রয়েছেন গুজরাটের পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা (২৩ উইকেট) এবং মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ট (১৯ উইকেট)। এছাড়াও সেরা দশ বোলারের‌ লিস্টে আছেন জশ হ্যাজলউড, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, সাই কিশোর, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং মার্কো জানসেন।

এখনও পর্যন্ত পাঁচজন ব্যাটসম্যান ৬০০-এর বেশি রান করেছেন এবং আরও পাঁচজন ৫০০-এর বেশি রান করেছেন। অন্যদিকে দশজন বোলার ১৬ বা তার বেশি উইকেট সংগ্রহ করেছেন। এবারের আইপিএলে প্লে-অফে উঠেছে চারটি দল – আরসিবি, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস।