IPL 2025 Play off Schedule: প্লে-অফের সূচি প্রকাশ, আজ নির্ধারণ পাঞ্জাব ও মুম্বইয়ের মুখোমুখি কারা

আইপিএল ২০২৫-এর লিগ পর্ব এখন শেষের দিকে। ইতিমধ্যেই এবারের আসরে কোন চারটি দল প্লে-অফ খেলবে তা নির্ধারিত হয়ে গেছে। পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্লে-অফ ম্যাচগুলোর সময়সূচি এবং ভেন্যুও প্রকাশ করেছে। তবে এখনো নিশ্চিত হয়নি কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর ম্যাচে কোন দুটি দল একে অপরের মুখোমুখি হবে।
এই জটিলতা কাটবে আজ, মঙ্গলবার ২৭ মে, আইপিএলের ১৮তম আসরের ৭০তম ও শেষ লিগ ম্যাচে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস (LSG) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই ম্যাচেই নির্ধারিত হবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল কোনটি হবে। অর্থাৎ কোয়ালিফায়ার ১-এ পাঞ্জাব কিংস এবং এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে কোন দল খেলবে তা জানা যাবে।
লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি বেঙ্গালুরু জয়লাভ করে, তবে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে জায়গা করে নেবে এবং ২৯ মে চন্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে কোয়ালিফায়ার ১-এ। এই ম্যাচের বিজয়ী সরাসরি ফাইনালে উঠে যাবে। হারলেও তাদের আরেকটি সুযোগ থাকবে কোয়ালিফায়ার ২-এ, যেখানে প্রতিপক্ষ হবে এলিমিনেটরের বিজয়ী।
অন্যদিকে, যদি RCB হেরে যায়, তাহলে গুজরাট টাইটান্স উঠে আসবে দ্বিতীয় স্থানে এবং কোয়ালিফায়ার ১ খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেক্ষেত্রে বিরাটদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচে, যেখানে প্রতিপক্ষ হবে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ, আজকের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে কোন দল সহজে ফাইনালে পৌঁছাবে।
আইপিএল ২০২৫ প্লে-অফ সূচি
২৯ মে – কোয়ালিফায়ার ১: পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স/রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (চন্ডীগড়)
৩০ মে – এলিমিনেটর: মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স/রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (চন্ডীগড়)
১ জুন – কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১-এ পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী (আহমেদাবাদ)
৩ জুন – ফাইনাল: কোয়ালিফায়ার ১-এর বিজয়ী বনাম কোয়ালিফায়ার ২-এর বিজয়ী (আহমেদাবাদ)