শিল্ডের পর কাপও সবুজ-মেরুনের, আইএসএল জয়ের মহাকাব্য লিখলো মোহনবাগান

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নক আউট ট্রফি জিতে নিল মোহনবাগান। একই মরসুমে লিগ শিল্ড ও আইএসএল নকআউট ট্রফি জিতে দ্বিতীয় দল হিসেবে নজির গড়ল সবুজ-মেরুন ব্রিগেড। টুর্নামেন্টের শুরুতে কিছুটা ধাক্কা খেলেও মরসুম যত গড়িয়েছে, নিজেদের ছন্দে ফিরেছে মোহনবাগান।
লিগ পর্বে একের পর এক জয়ে শীর্ষস্থান নিশ্চিত করে তারা। ফলে লিগ শিল্ড এসেছিল তাদের ঘরেই। টানা দ্বিতীয়বার এই কাজ করে দেখিয়েছে তারা। গত মরসুমেও ডাবল জয়ের সুযোগ ছিল, কিন্তু ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে হেরে হতাশ হতে হয়েছিল। এবার সেই ভুলের পুনরাবৃত্তি হতে দেয়নি সবুজ-মেরুন বিগ্রেড। সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের কাছে হারলেও, দ্বিতীয় লেগে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে যায় মোহনবাগান।
যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ফাইনালে প্রতিপক্ষ ছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসি। দ্বিতীয়ার্ধে অ্যালবার্তো রডরিগেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান। কিন্তু সমর্থকদের সামনে হার মানার প্রশ্নই ওঠেনি। গ্যালারির গর্জনে ফুটবলাররা যেন নতুন উদ্যমে জেগে ওঠেন।
জোরালো আক্রমণের ফলস্বরূপ তারা পেনাল্টি পায়। জেসন কামিন্স গোল করে সমতা ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ম্যাচের ভাগ্য গড়ে দেন জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্টের দুর্দান্ত পাস থেকে গোল করেন তিনি।
শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে মোহনবাগান জিতে নেয় আইএসএল এর নকআউট ট্রফি। ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ণ রাখে তারা।