সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে CSK এর হারের কারণ জানালো মহেন্দ্র সিং ধোনি

চেন্নাই সুপার কিংস (CSK) গতকাল ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে পাঁচ উইকেটে হার স্বীকার করেছে। এই ধারের পর চেন্নাইয়ের প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ। ম্যাচ শেষে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, দল ১৫-২০ রান কম করেছে এবং প্রতিকূল পরিস্থিতিতে ভালো ব্যাটিং করতে ব্যর্থ হয়েছে।

গতকাল হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৫৪ রানেই অলআউট হয়ে যায়। হায়দরাবাদের হয়ে হর্ষল প্যাটেল দুর্দান্ত বোলিং করে ৪টি উইকেট নেন এবং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। প্যাট কামিন্স ও জয়দেব উনাদকাট নেন ২টি করে উইকেট। CSK শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে এবং মিডল অর্ডার কিছুটা প্রতিরোধ গড়লেও বড় রান করতে পারেনি।

জবাবে সানরাইজার্স ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। ঈশান কিশন ৪৪ রানের পরিণত ইনিংস খেলে দলকে ভালো শুরু এনে দেন। পরে কামিন্দু মেন্ডিস (৩২) এবং নীতিশ কুমার রেড্ডি (১৯) অপরাজিত থেকে ষষ্ঠ উইকেট জুটিতে ৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয় এনে দেন।

ম্যাচ শেষে ধোনি বলেন, “আমরা নিয়মিত উইকেট হারিয়েছি, যেখানে উইকেট ব্যাটিংয়ের জন্য সুবিধাজনক ছিল। আমরা যথেষ্ট রান তুলতে পারিনি।”

তিনি আরও বলেন, “মাঝের দিকে ওভারে আমাদের আরও কার্যকর ব্যাটিং দরকার। দেওয়াল্ড ব্রেভিস ভালো ব্যাট করেছে, কিন্তু আমাদের আরও ধারাবাহিকতা চাই। সবসময় ১৮০-২০০ রান করতেই হবে এমন নয়, কিন্তু পরিস্থিতি বুঝে রান তোলার চেষ্টা করতেই হবে। আমাদের দলে অনেকের পারফর্ম করা দরকার, শুধু এক-দুজন ভালো খেললে হবে না।”