KKR জিতলেও দুশ্চিন্তা রাহানের চোট, পরের চার ম্যাচেই ভাগ্য নির্ধারণ

কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের সময় হাতে চোট পেয়েছেন। দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারে শর্ট কভারে ফিল্ডিং করার সময় ফাফ ডু প্লেসিসের একটি শট তার ডান হাতে লাগে। চোট পাওয়ার পর রাহানে বাকি ম্যাচটি মাঠে থাকেননি এবং তার হাতেও ব্যান্ডেজ বাঁধা ছিল।

যদিও KKR এই ম্যাচটি ১৪ রানে জিতে যায়, তবে রাহানের চোট দলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আইপিএল ২০২৫ এর পয়েন্ট টেবিলে কলকাতা নাইট রাইডার্স বর্তমানে ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে। প্লে-অফে যাওয়ার জন্য তাদের পরবর্তী ৪ ম্যাচে কমপক্ষে তিনটি ম্যাচ জিততেই হবে, যা একপ্রকার ‘করো অথবা মরো’ পরিস্থিতি। ফলে যদি রাহানে চোটের কারণে সামনের ম্যাচগুলো না খেলতে পারেন, তাহলে দলের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হতে পারে।

তবে ম্যাচের পর জিজ্ঞাসা করা হলে রাহানে জানান তার চোট গুরুতর নয়। রাহানে বলেন, “কোনো বড় ব্যাপার নয়। আমি ঠিক হয়ে যাবো। আমি ভালো হয়ে যাবো।” কেকেআরের মেডিক্যাল টিম এই চোটের বিষয়ে আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করবে।

রাহানের চোটের পরে, কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব সুনীল নারাইন সামলেছেন। যদিও রাহানের চোটের কারণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, তবে দল আশাবাদী যে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং তাদের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলবেন।