IPL 2025 Rishabh Pant: ঋষভ পন্থের দুর্দান্ত সেঞ্চুরি, শেষ ম্যাচে ফর্মে ফিরলেন লখনউয়ের অধিনায়ক

আইপিএল ২০২৫ এর শেষ লিগ ম্যাচে এসে অবশেষে ফর্মে ফিরলেন লখনউ সুপার জায়ান্টসের (LSG) অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলে তিনি কেবল নিজের রানের খরা মেটাননি, বরং গড়েছেন একাধিক রেকর্ড। এছাড়া দলকে নিয়ে গেছেন ২০০ রানের উপরে।

আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে খেলতে নেমে ঋষভ পন্থ ৫৪ বলে শতরান পূর্ণ করেছেন। তার এই লম্বা ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি দৃষ্টিনন্দন ছক্কা। ভুবনেশ্বর কুমারের ১৮তম ওভারের চতুর্থ বলে ডিপ এক্সট্রা কভারে চার মেরে পন্থ সেঞ্চুরি পূর্ণ করেন।

এই দুর্দান্ত ইনিংসের মাধ্যমে পন্থ আইপিএলে লখনউয়ের মাঠে শতরান করা প্রথম ব্যাটার হিসেবে রেকর্ড গড়েছেন। পাশাপাশি এলএসজির হয়ে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করার রেকর্ডটিও এখন তার দখলে।

এটি ছিল পন্থের আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় শতরান। শুধু তাই নয়, তিনি উইকেটকিপার হিসেবে আইপিএলের ইতিহাসে শতক হাঁকানো চতুর্থ খেলোয়াড় হয়ে উঠেছেন। তার আগে অ্যাডাম গিলক্রিস্ট, কেএল রাহুল এবং কুইন্টন ডি কক উইকেটকিপার হিসেবে আইপিএলে দুটি করে শতরান করেছেন।

শতরানের পাশাপাশি আজ ঋষভ পন্থ আইপিএলে নিজের ৩৫০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন। একজন উইকেটকিপার-ব্যাটার হিসেবে এই অর্জন নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আজ তিনি ১১৮ রানে অপরাজিত থেকেছেন। তার ইনিংসে ভর করে লখনউ আজ নির্ধারিত ২০ ওভারে ২২৭ রান করেছে।