IPL 2025 RCB: অবশেষে ট্রফির খরা কাটবে বেঙ্গালুরুর? সুবর্ণ সুযোগ বিরাটদের সামনে

গতকাল আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), লখনউ সুপার জায়ান্টসকে (LSG) পরাজিত করে কোয়ালিফায়ার-১-এ জায়গা করে নিয়েছে। এই জয়ে বড় ভূমিকা রেখেছে দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক জিতেশ শর্মা। তিনি কঠিন সময়ে এসে ৩৩ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।
এদিন একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে লখনউ অধিনায়ক ঋষভ পন্থ দুর্দান্ত শতরান করেন। মাত্র ৬০ বলে ১১৮ রান করে অপরাজিত থেকে তিনি দলের রান সংখ্যাকে ২২৭ পর্যন্ত পৌঁছে দেন। মিচেল মার্শের (৬৭) সাথে তিনি ১৫২ রানের জুটি গড়েন।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেন ফিল সল্ট ও বিরাট কোহলি। পাওয়ার প্লেতে বেঙ্গালুরু তোলে ৬১ রান। কোহলি ৫৪ রান করে ফিরে যান। এর আগে এলএসজির উইলিয়াম ও’রর্ক, পরপর দুই বলে রজত পাটিদার ও লিয়াম লিভিংস্টোনকে আউট করে ম্যাচে উত্তেজনা ফেরান।
তবে দলের খারাপ সময়ে হাল ধরেন অধিনায়ক জিতেশ শর্মা ও ময়ঙ্ক আগরওয়াল। দু’জনে মিলে চতুর্থ উইকেটে ম্যাচ জয়ী জুটি গড়েন। ময়ঙ্ক শেষ পর্যন্ত ২৩ বলে ৪১ রান করেন। তবে জিতেশের বিধ্বংসী ইনিংসে ভর করেই বেঙ্গালুরু ম্যাচ জেতেন।
গতকাল জয়ের ফলে আরসিবি কোয়ালিফায়ার-১-এ জায়গা করে নিয়েছে। ফলে তারা ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে। কোয়ালিফায়ার-১ জিতলে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। আর হারলেও, তারা কোয়ালিফায়ার-২ খেলার সুযোগ পাবে, যেখানে এলিমিনেটর ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলতে হবে।