প্লে-অফ হাতছাড়া, তবু KKR এর বিরুদ্ধে SRH দেখাল আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক

আইপিএল ২০২৫-এর শুরুর দিকে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ছিল প্লে-অফের অন্যতম দাবিদার। শক্তিশালী স্কোয়াড, আগ্রাসী ব্যাটিং লাইনআপ এবং অভিজ্ঞ বোলারদের নিয়ে দলটি এবারের টুর্নামেন্টে ভালো শুরু করেছিল। তবে টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই ছন্নছাড়া দেখিয়েছে প্যাট কামিন্সদের। ১৪ ম্যাচের মধ্যে দলটি জিতেছে মাত্র ৬টিতে, একটি ম্যাচ ছিল পরিত্যক্ত, আর হারতে হয়েছে ৭টি ম্যাচে। ১৩ পয়েন্ট অর্জন করলেও প্লে-অফে জায়গা করে নিতে পারেনি তারা।
তবে হায়দরাবাদ দল শেষ ম্যাচে ফ্যানদের দুঃখ অনেকটাই লাঘব করল । ঠিক যেমনভাবে তারা আইপিএলের প্রথম ম্যাচে নজর কেড়েছিল, তেমনই দুর্ধর্ষ পারফরম্যান্স দিয়ে শেষ করল এবারের আসর। উদ্বোধনী ম্যাচে দলটি ২৮৬ রান করেছিল, আর শেষ ম্যাচে তুললো ২৭৮ রান। প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যারা গতবারের চ্যাম্পিয়ন হলেও এবারে অষ্টম স্থানে থেকে মরসুম শেষ করল।
শেষ ম্যাচে হায়দরাবাদ ব্যাটারদের দাপট ছিল চোখে পড়ার মতো। হেনরিখ ক্লাসেন মাত্র ৩৭ বলে তুলে নেন দুরন্ত এক শতরান, যা আইপিএলে অন্যতম দ্রুততম। তার ১০৫ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ৯টি বিশাল ছক্কা। ট্র্যাভিস হেড করেন ৪০ বলে ৭৬ রান, অভিষেক শর্মা করেন ১৬ বলে ৩২, ঈশান কিশান ২০ বলে ২৯, আর অনিকেত বর্মা ৬ বলে করেন অপরাজিত ১২ রান। দলের মোট ইনিংসে ছিল ১৭টি ছক্কা ও ২২টি চার।
এই ম্যাচে কেকেআরের বোলিং বিভাগ পুরোপুরি ব্যর্থ। একাধিক অভিজ্ঞ বোলার থাকা সত্ত্বেও কোনো বোলার ইকোনমি রেট ৯-এর নিচে রাখতে পারেননি। সবচেয়ে ব্যয়বহুল ছিলেন বরুণ চক্রবর্তী, যিনি ৩ ওভারে দেন ৫৪ রান। পুরো ইনিংসে কেকেআরের বোলিং ইউনিট ছিল দিশেহারা।
জবাবে ব্যাট করতে নেমে কেকেআর গুটিয়ে যায় মাত্র ১৬৮ রানে, ফলে ম্যাচটি তারা হারে ১১০ রানে। আইপিএলের ইতিহাসে এটিই কেকেআরের সবচেয়ে বড় পরাজয়। এর আগে সর্বোচ্চ ১০২ রানে হারার রেকর্ড ছিল তাদের।