ভারতে 2022 সালে তথ্য প্রযুক্তি আইন 69A ধারার অধীনে নিষিদ্ধ করা হয়েছিল Garena Free Fire। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর, দু’জায়গা থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল গেমটি। এবার শোনা যাচ্ছে, 2025 সালে ফিরতে পারে Free Fire India। গেমারদের অপেক্ষার অবসান ঘটিয়ে এই বছরই আসতে পারে এই ব্যাটেল রয়্যাল গেম।
Free Fire India লঞ্চ হতে পারে 2025 সালে
গেমের নতুন সংস্করণ ইতিমধ্যে প্রস্তুত করা শুরু করেছে ডেভেলপার সংস্থা Garena। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসা এখনও বাকি আছে। টেক দুনিয়ায় জল্পনা, 2025 সালেই পা রাখতে পারে নতুন ফ্রি ফায়ার ইন্ডিয়া। গেমারদের জন্য বিশেষ সারপ্রাইস রাখতে পারে গ্যারেনা।
উল্লেখ্য, 2022 সালে তথ্য প্রযুক্তি আইনের অধীনে গেমটি দেশে নিষিদ্ধ করা হয়। সেই সময় এক কোটি অ্যাক্টিভ ইউজার ছিল এই গেমের। রাতারাতি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয় ফ্রি ফায়ার। যার ফলে গেমিং ইকোসিস্টেমে একটি শূন্যস্থান অনুভব করতে শুরু করেন গেমাররা। যদিও 2023 সালে পুনরায় এটি লঞ্চ করার চেষ্টা করেছিল গ্যারেনা, কিন্তু আইনি কারণে তা করা সম্ভব হয়নি।
2023 সালের অগাস্টে একটি টিজারও প্রকাশ করেছিল ফ্রি ফায়ার। এমনকী, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে গাঁটছড়া বাধে সংস্থাটি। এই অংশীদারিত্ব ফ্রি ফায়ার-প্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। যদিও আনুষ্ঠানিক ভাবে গেমটি তখন লঞ্চ করা যায়নি।
ফ্রি ফায়ার ইন্ডিয়ার যে নতুন সংস্করণ আসছে তাতে একগুচ্ছ পরিবর্তন থাকবে বলে আশা করা হচ্ছে। ইন্টারফেস বদলাবে, বদলাবে গেমের গ্রাফিক্স। দেশের স্থানীয় অঞ্চলগুলির অনুরূপ ম্যাপ থাকবে, যা সার্বিক ভাবে তাদের অভিজ্ঞতা বাড়াবে বলে আশা করছে সংস্থা।