প্রযুক্তি

একদিন পরেই Xiaomi Pad 7 ট্যাবলেট ভারতে লঞ্চ হচ্ছে, ডিসপ্লে থেকে ব্যাটারি হবে লাজবাব

Published on:

Xiaomi pad 7 india launch date confirmed 10 January expected specifications

Xiaomi ভারতের বাজারে তাদের নতুন ট্যাব লঞ্চ করতে চলেছে। সংস্থার আসন্ন এই ট্যাবের নাম Xiaomi Pad 7। আগামী 10 জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে এই ট্যাব। এটি শাওমি প্যাড 6 এর উত্তরসূরি হিসাবে আসবে। নতুন এই ট্যাবলেটে স্টাইলাস এবং কীবোর্ড সাপোর্ট করবে। যদিও Xiaomi Pad 7 ট্যাবের ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার সম্পর্কে আর কোনও তথ্য শেয়ার করেনি সংস্থা। তবে ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে এই প্যাড। মনে করা হচ্ছে, এর ভারতীয় ভ্যারিয়েন্টেও চীনা ভ্যারিয়েন্টের মতো স্পেসিফিকেশন থাকবে।

Xiaomi Pad 7 এর ফিচার ও স্পেসিফিকেশন

শাওমি প্যাড 7-এর চীনা ভ্যারিয়েন্টে আছে 11.2 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল 800 নিটস। ডিসপ্লেটি এইচডিআর 10 এবং ডলবি ভিশন অফার করে। ট্যাবটি 12 জিবি পর্যন্ত র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7+ জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য শাওমি প্যাড 7-এর পিছনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 8850mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ট্যাবটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2 কাস্টম স্কিনে চলে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই 7 802.11 এক্স (2.4 গিগাহার্টজ + 5 গিগাহার্টজ), ব্লুটুথ 5.4, ইউএসবি টাইপ-সি, ইউএসবি টাইপ-সি 3.2 জেন 1।

সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমসের সাথে 4-স্পিকার সেটআপ রয়েছে। চীনে‌ এটি ব্ল্যাক, গ্রীন ও স্কাই ব্লু- এই তিনটি কালারে পাওয়া যায়। এখন দেখার ভারতীয় ভ্যারিয়েন্ট একই কালার ও স্পেসিফিকেশন সহ আসে কিনা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন