প্রয়াগরাজে মহা কুম্ভ 2025 মেলার প্রস্তুতি জোরকদমে চলছে। লক্ষ লক্ষ ভক্ত এই মেলায় আসবেন। তারা মোবাইল কানেক্টিভিটি নিয়ে যাতে কোনও সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতে টেলিকম সংস্থা Airtel এর পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হল। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি ঘোষণা করেছে যে তারা বেশ কয়েকটি নতুন মোবাইল টাওয়ার বসাতে চলেছে, যা মেলা প্রাঙ্গণে আরও ভাল নেটওয়ার্ক কানেক্টিভিটি দেবে।
Airtel জানিয়েছে, তাদের পক্ষ থেকে 287টি নতুন মোবাইল সাইট বানানো হবে। এছাড়া এই অঞ্চলের পাশাপাশি থাকা 340টি সাইটের মাধ্যমেও নেটওয়ার্ক উন্নত করা হবে। এর সাথে 74 কিলোমিটার ফাইবার নেটওয়ার্কও রাখছে তারা। সংস্থাটি মেলা প্রাঙ্গণে নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য বিশেষ 78 সেল অন হুইলস (সিওআরও)-ও প্রস্তুত করেছে।
মেলা চলাকালীন কোনও নেটওয়ার্ক সমস্যা হবে না
2025 সালের মহাকুম্ভ মেলা চলাকালীন গ্রাহকরা যাতে মোবাইল সংযোগ সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন না হন, তা নিশ্চিত করার চেষ্টা করছে এয়ারটেল। শুধু মেলা চত্বর নয়, প্রয়াগরাজে হাইওয়ে থেকে শুরু করে রেল স্টেশন, বিমানবন্দর, হোটেল এবং হাই ট্র্যাফিক এলাকায় কল-ড্রপের মতো কোনও সমস্যা হবে না। ঝুনসি, আড়াইল ও সঙ্গম এলাকায় তিনটি ওয়ার রুম বসিয়েছে সংস্থাটি।
সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা দলকে প্রয়োজনীয় সংস্থান, অতিরিক্ত জেনারেটর, ডিজেল এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাঠানো হবে যাতে ইভেন্ট চলাকালীন কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে পরিষেবা প্রভাবিত না হয়। প্রয়াগরাজ ট্রাফিক পুলিশের সহযোগিতায় 780টিরও বেশি কিয়স্ক বসানো হয়েছে, যা ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে।