Jio-র দুর্দান্ত রিচার্জ প্ল্যান, নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন সহ রোজ ৩ জিবি ডেটা

এখন টেলিকম গ্রাহকদের চাহিদা কেবল কলিং বা এসএমএস সুবিধার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখন গ্রাহকদের চাই ইন্টারনেট ডেটার সঙ্গে সঙ্গে বিনোদনের পুরো প্যাকেজ। আর এদিক থেকে এগিয়ে Jio। ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানিটি এমন কিছু প্ল্যান এনেছে যেখানে প্রতিদিন ৩ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাচ্ছে, এর সাথে বিনামূল্যে মিলছে Netflix, Amazon Prime Video Lite ও JioTV বা JioCinema-এর সাবস্ক্রিপশন।
Jio-র সেরা প্রিপেইড রিচার্জ প্ল্যান
১০০ টাকার প্ল্যান
জিওর ১০০ টাকার প্ল্যানটি আসলে একটা ডেটা প্যাক। এখানে অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এখানে আপনি পাবেন ৯০ দিনের ভ্যালিডিটি সহ মোট ৫ জিবি ডেটা। এখানে JioHotstar এর কনটেন্ট বিনামূল্যে দেখা যাবে।
১৯৫ টাকার প্ল্যান
৯০ দিনের ভ্যালিডিটি সহ Jio-র এই প্ল্যানে মোট ১৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এখানেও JioHotstar সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে।
৯৪৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে জিও গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন, আর এর ভ্যালিডিটি ৮৪ দিন। সাথে পাওয়া যাবে আনলিমিটেড কলিং, রোজ ১০০ এসএমএস এবং JioTV এবং JioCinema-এর অ্যাক্সেস।
১০২৯ টাকার প্ল্যান
এই জিও প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানেও প্রত্যহ ২ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা আছে। সাথে মিলবে Amazon Prime Lite-এর ফ্রি সাবস্ক্রিপশন।
১২৯৯ টাকার প্ল্যান
৮৪ দিনের এই প্ল্যানে গ্রাহকরা রোজ ২ জিবি ডেটা, ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের ফায়দা ওঠাতে পারবেন। এরসঙ্গে পাওয়া যাবে Netflix (Mobile)-এর সাবস্ক্রিপশন।
১৭৯৯ টাকার প্ল্যান
১৭৯৯ টাকার Jio প্ল্যানে ৮৪ দিন ধরে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল, রোজ ১০০ এসএমএস পাওয়া যাবে। এর সঙ্গে থাকছে Netflix (Basic) ও JioTV-র কনটেন্ট বিনামূল্যে দেখার সুবিধা।