মুখ্য সংবাদ

ভাড়ায় পাওয়া যাবে Samsung Galaxy-র প্রিমিয়াম ফোনগুলি, এআইয়ের জন্য আসছে সাবস্ক্রিপশন

Published on:

Samsung Galaxy premium Smartphone in rent ai subscription model launching February 2025

মোটা টাকা দিয়ে কেনার পরিবর্তে ভাড়ায় পাওয়া যাবে Samsung Galaxy সিরিজের একাধিক প্রিমিয়াম স্মার্টফোন। নতুন এআই সাবস্ক্রিপশন প্ল্যান চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। এই পরিষেবাটি চালু হবে চলতি বছর ফেব্রুয়ারিতে। প্রসঙ্গত, 2023 সালের ডিসেম্বরে হোম অ্যাপ্লায়েন্স ভাড়া দেওয়ার জন্য সাবস্ক্রিপশন মডেল চালু করেছিল স্যামসাং। সেই পলিসি এবার ফোনের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে।

স্যামসাংয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হান জং নিশ্চিত করেছেন যে, এই এআই সাবস্ক্রিপশন পরিষেবায় শীঘ্রই গ্যালাক্সি স্মার্টফোন এবং বেইলি এআই রোবট অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিকভাবে, এআই রোবটটি মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হওয়ার আগে দক্ষিণ কোরিয়ায় আত্মপ্রকাশ করবে।

WhatsApp Community Join Now

স্যামসাংয়ের এআই সাবস্ক্রিপশন মডেল

এক্ষেত্রে জানিয়ে রাখি, 2023 সালের ডিসেম্বরে প্রথম চালু হয় এই সাবস্ক্রিপশন মডেল। পরিষেবাটি শুরু করা হয়েছিল হোম অ্যাপ্লায়েন্সের সঙ্গে। যেখানে ব্যবহারকারীরা প্রতি মাসে নির্দিষ্ট টাকা দিয়ে ডিভাইসগুলি ব্যবহার করতে পারেন। এবার গ্রাহকরা এই সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এআই বৈশিষ্ট্যের জন্য কোনও চার্জ দিতে হবে না।

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S25 স্মার্টফোন সিরিজের লঞ্চের পাশাপাশি, 22 জানুয়ারি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এই সাবস্ক্রিপশন প্ল্যানটি ঘোষণা করতে পারে। বর্তমানে, এই এআই সাবস্ক্রিপশন মডেল শুধুমাত্র দক্ষিণ কোরিয়ায় উপলব্ধ। অদূর ভবিষ্যতে এটি ভারত-সহ অন্যান্য দেশে চালু হতে পারে।

সাবস্ক্রিপশন মডেলের পাশাপাশি স্যামসাং উন্নত ব্যাটারি প্রযুক্তি নিয়েও কাজ শুরু করেছে। চীনা সংস্থাগুলির মতো 7,000mAh ও তার বেশি ক্ষমতার ব্যাটারি আনার জন্য কাজ শুরু করেছে কোম্পানির। প্রসঙ্গত, একই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে আরও এক কোম্পানি অ্যাপল। তারাও ঘোষণা করেছে, আগামীদিনে আইফোনে উচ্চ ব্যাটারি ক্ষমতা পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন