iPhone 15 কে টেক্কা দিতে আসরে নামলো শাওমি, সেপ্টেম্বরের শুরুতেই বিশ্ব বাজারে Xiaomi 13T Pro

Xiaomi 13T Pro এর মাধ্যমে চীনা প্রযুক্তি সংস্থাটি অ্যাপল (Apple)-এর থেকে একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছে

শাওমি আগামী ১ সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে তাদের 13T সিরিজের অধীনে Xiaomi 13T Pro স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসটির মাধ্যমে চীনা প্রযুক্তি সংস্থাটি অ্যাপল (Apple)-এর থেকে একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছে। প্রসঙ্গত, মার্কিন কোম্পানিটিও আগামী সেপ্টেম্বরে তাদের নতুন iPhone 15 সিরিজের ফ্ল্যাগশিপ মডেলগুলি লঞ্চ করার জন্য একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করছে৷ শাওমির আসন্ন ফোনগুলির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম হবে Xiaomi 13T Pro মডেলটি। অ্যাপলের আইফোন সিরিজের প্রতিদ্বন্দ্বী এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Xiaomi 13T Pro গ্লোবাল মার্কেটে প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে দিতে পারে

গ্লোবাল লঞ্চের আগে, শাওমি আগস্ট মাসে চীনা বাজারে রেডমি কে৬০ আল্ট্রা মডেলটি লঞ্চ করবে। একই ডিভাইস বিশ্ববাজারে ভিন্ন নামে লঞ্চ হবে। তার মধ্যে ইউরোপীয় সংস্করণটিকে শাওমি ১৩টি প্রো বলা হবে। সাশ্রয়ী মূল্যে উচ্চ-মানের স্মার্টফোন বাজারে আনার জন্য শাওমির খ্যাতি রয়েছে এবং ১৩টি প্রো-ও এর ব্যতিক্রম নয়। ফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসরটি থাকবে। এটি দ্রুত এবং দক্ষ কর্মক্ষমতা প্রদান করবে। এছাড়াও, ডিভাইসটিতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে।

এই ফোনের ডিসপ্লেটিও উল্লেখ করার মতো হবে। এতে ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন থাকবে। যারা উচ্চ-মানের ভিডিও কন্টেন্ট প্রদর্শন করতে পারে এমন একটি ফোন খুঁজছেন তাদের জন্য এটি আদর্শ বিকল্প হবে। আসন্ন Xiaomi 13T Pro তিনটি ভিন্ন কনফিগারেশনে পাওয়া যাবে, যার সবকটিতেই এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ থাকবে। এই বিকল্পগুলির মধ্যে রয়েছে – ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ।

উল্লেখ্য, Xiaomi 13T Pro স্যামসাং এবং অ্যাপলের মতো ব্র্যান্ডের অন্যান্য ফ্ল্যাগশিপ মডেলগুলির সাথে প্রতিযোগিতা করবে। অনুমান করা যায় শাওমি নতুন মডেলের সাথে তাদের ফ্যানবেসকে ধরে রাখতে এবং এর চিত্তাকর্ষক স্পেসিফিকেশন দিয়ে নতুন গ্রাহকদের প্রলুব্ধ করতে সক্ষম হবে। আর আগামী দিনে Xiaomi 13T Pro সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।