প্রতীক্ষা শেষ! Vivo X90 ও Vivo X90 Pro দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে 26 এপ্রিল, দাম কত রাখা হবে

আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Vivo X90 সিরিজ, টক্কর দেবে Samsung, iQOO, OnePlus কে

আজ অর্থাৎ ১৭ই এপ্রিল Vivo ভারতে তাদের আসন্ন স্মার্টফোন সিরিজ X90 -এর লঞ্চের তারিখ নিশ্চিত করল। আসন্ন Vivo X90 লাইনআপটি আগামী ২৬শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে ভারতে আত্মপ্রকাশ করবে। এই প্রিমিয়াম সিরিজটির অধীনে মোট দুটি মডেল আসতে পারে, যথা – বেসলাইন ফ্ল্যাগশিপ হিসাবে Vivo X90 এবং টপ-অফ-দ্য-লাইন অফারিং হিসাবে Vivo X90 Pro। প্রসঙ্গত বিগত কিছুদিন ধরে সংস্থাটি X90-সিরিজের সম্ভাব্য ফিচার টিজ করছে। পাশাপাশি ডিভাইস দুটি যেহেতু ইতিমধ্যে বিশ্ব বাজারে উপলব্ধ, সেহেতু এগুলির স্পেসিফিকেশন আমাদের জানা। এছাড়া সংস্থা দ্বারা প্রকাশিত টিজার পোস্টার দেখে মনে হচ্ছে, ভারতে আসন্ন Vivo X90 সিরিজের যাবতীয় বৈশিষ্ট্য গ্লোবাল মডেলগুলির অনুরূপ হবে৷

আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Vivo X90 সিরিজ, টক্কর দেবে এই মডেলগুলিকে

ভারতে, Vivo X90 স্মার্টফোন সিরিজটি সংস্থার সবচেয়ে প্রিমিয়াম অফারিং হিসাবে আসবে। আর আমাদের অনুমান, আলোচ্য লাইনআপটির প্রারম্ভিক মূল্য এদেশে ৬০,০০০ টাকারও কম রাখা হবে। এক্ষেত্রে সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Vivo X90 স্মার্টফোনটি লঞ্চ-পরবর্তী সময়ে বিদ্যমান OnePlus 11 এবং iQOO 11 -কে টক্কর দিতে পারে৷ অন্যদিকে, টপ-এন্ড Vivo X90 Pro মডেল Samsung Galaxy S23 সিরিজ এবং Xiaomi 13 Pro -এর থেকেও অধিক প্রিমিয়াম হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এই ‘প্রো’ মডেলটিতেও Xiaomi 13 Pro স্মার্টফোনের ন্যায় ১-ইঞ্চি আকারের রিয়ার ক্যামেরা সেন্সরের সাথে আসবে।

ভিভো এক্স৯০ স্মার্টফোন সিরিজের লঞ্চের তারিখ জানা গেলেও, এর বিক্রয় মূল্য বা সেলের তারিখ এখনো প্রকাশ্যে আসেনি। মনে হচ্ছে সরাসরি লঞ্চের দিনই এইসকল তথ্য প্রকাশ্যে নিয়ে আসা হবে। তাই এখন চলুন Vivo X90 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভিভো এক্স৯০ এবং এক্স৯০ প্রো স্মার্টফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের ডিসপ্লে, সফ্টওয়্যার এবং প্রসেসর বিভাগ অনুরূপ। অর্থাৎ উভয় ফোনেই ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৩০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এগুলিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর সমন্বিত রয়েছে। ফোন দুটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ অফার করে। উভয় ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিন দ্বারা চালিত।

Vivo X90 সিরিজের ফোন দুটির মধ্যে পার্থক্য দেখা যাবে, রিয়ার ক্যামেরা সেটআপ এবং ব্যাটারি বিভাগে। ভিভো এক্স৯০ প্রো স্মার্টফোনের পিছনে – ১-ইঞ্চির ৫০ মেগাপিক্সেল Sony IMX989 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony IMX758 পোর্ট্রেট সেন্সর, এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যদিকে, ভ্যানিলা মডেলটি এসেছে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট টেলিফটো লেন্স সমেত। যদিও উভয় মডেলেই ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ‘প্রো’ মডেলটিতে ১২০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৪,৮৭০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। আর রেগুলার মডেলটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ ৪,৮১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বহন করছে। এছাড়া উভয় ফোনেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ ৫.৩ ভার্সন, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি ইত্যাদি বৈশিষ্ট্য সাপোর্ট করে।