আগের মতো আবার ক্যাশব্যাক পাবেন, Google Pay-র পুরানো ইউজাররা জেনে নিন এই টিপসগুলি

Google Pay Cashback Tips: বিগত কয়েক বছরে অনলাইন বা ইউপিআই (UPI) পেমেন্টের ওপর মানুষের নির্ভরশীলতা বেশ অনেকটাই বেড়েছে। বিশেষ করে সাম্প্রতিককালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন ডিজিটাল পেমেন্ট সিস্টেমকেই বেশিরভাগ ক্ষেত্রে অন্যতম বিকল্প হিসেবে বেছে নিতে হচ্ছে। আর অনলাইনে কোনো কিছু অর্ডার দেওয়া, বিল মেটানো, রিচার্জ করা, ইত্যাদি নানা কাজের জন্য সর্বাধিক ব্যবহৃত ডিজিটাল পেমেন্ট অ্যাপের কথা বললে যে নামগুলি প্রথমে আসে, তাদের মধ্যে একটি হল Google Pay (গুগল পে)।

আজ্ঞে হ্যাঁ! বর্তমানে ইউপিআই পেমেন্ট বা অনলাইন ট্রানজ্যাকশনের জন্য Google Pay-এর ওপর মানুষের নির্ভরশীলতা এতটাই বেড়েছে যে, অধিকাংশ স্মার্টফোন ইউজারই তাদের হ্যান্ডসেটে অন্যান্য অ্যাপ্লিকেশনের পাশে এটিকে পাকাপাকি জায়গা দিয়েছেন। এমনিতে টেক জায়ান্ট Google-এর এই প্ল্যাটফর্মটি শুধু ভারতের নয়, বরং গোটা বিশ্বেরই অন্যতম জনপ্রিয় মানি ট্রান্সফার অ্যাপ্লিকেশন (Money Transfer Application)। কারণ এতে চটজলদি এবং সুরক্ষিতভাবে পেমেন্ট তো করা যায়ই, পাশাপাশি পেমেন্টের দরুন মেলে ক্যাশব্যাক বা অন্যান্য অনেক আকর্ষণীয় অফার।

তবে ইউজাররা একটু খেয়াল করে দেখবেন যে, একদম প্রথমে যখন আপনারা গুগল পে ব্যবহার করা শুরু করেন, তখন একাধিক দুর্দান্ত ক্যাশব্যাক বা রিওয়ার্ড পেতে থাকলেও সময়ের সাথে সাথে এগুলি পাওয়ার পরিমাণ কমতে থাকে। কেন এরকম হয়, সেটা অনেকেই ঠিক বুঝতে পারেন না। আপনার মনেও যদি এরকম প্রশ্ন এসে থাকে, তাহলে এই প্রতিবেদনটি আপনার মনের সব প্রশ্ন দূর করতে প্রস্তুত।

আসলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার সময় ইউজাররা অনেক সময়ই অজান্তে বেশ কিছু ভুল করে থাকেন, যার ফলে তারা এই ধরনের ঘটনার সম্মুখীন হন। কিন্তু আজ আমরা আপনাদের এমন কিছু সহজ টিপস দিতে চলেছি, যেগুলি মেনে চললে আপনি গুগল পে অ্যাপ্লিকেশন ব্যবহারের শুরুতে যেরকম অনেক অনেক ক্যাশব্যাক বা রিওয়ার্ড পেতেন, সেইভাবে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেলেও আপনি একই পরিমাণে সেগুলি পেতে থাকবেন, কোনোভাবেই তা কমে যাবে না। আসুন টিপসগুলি জেনে নেওয়া যাক

একই অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবেন না

আপনি যদি বাম্পার ক্যাশব্যাক পেতে চান, তবে আপনার একই অ্যাকাউন্টে বারবার ট্রানজ্যাকশন (লেনদেন) করা বন্ধ করতে হবে। এর ফলে ক্যাশব্যাকের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। আপনি যদি বিভিন্ন অ্যাকাউন্টে পেমেন্ট করেন, তবে আপনার ভালোরকম ক্যাশব্যাক এবং রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে।

কম অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করুন

আপনি যদি একই অ্যাকাউন্টে একইসাথে অনেকটা বেশি পরিমাণ টাকার লেনদেন করতে চান, তবে সেটা করা ঠিক হবে না। আপনি টাকার পরিমাণটিকে ছোটো ছোটো অ্যামাউন্টে ভাগ করে নিয়ে ট্রানজ্যাকশন করুন। সেক্ষেত্রে আপনার কাঙ্খিত ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে।

অ্যাক্টিভ অ্যাকাউন্ট ছাড়া ট্রানজ্যাকশন করবেন না

আপনি যদি এমন কোনো অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করেন যেটি খুব কম পরিমাণে ব্যবহৃত হয়, অর্থাৎ সেটি থেকে ট্রানজ্যাকশন প্রায় হয় না বললেই চলে, তাহলে সেই ধরনের অ্যাকাউন্টে কোনো লেনদেন করবেন না। কেবলমাত্র সেই সমস্ত অ্যাকাউন্টগুলিতে ট্রানজ্যাকশন করুন যেগুলি থেকে নিয়মিতভাবে পেমেন্ট করা হয়।

সিঙ্গেল ডিজিট ট্রানজ্যাকশন করবেন না

আপনি যদি সিঙ্গেল ডিজিট অ্যামাউন্ট পেমেন্ট করেন তাহলে আপনার ক্যাশব্যাক বা রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কমপক্ষে ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করার চেষ্টা করুন।