জানুয়ারিতে এই Xiaomi ও Redmi ফোনে আসছে সবচেয়ে বড় HyperOS আপডেট

চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরে একগুচ্ছ Xiaomi এবং Redmi ব্র্যান্ডেড স্মার্টফোনের জন্য HyperOS এর আপডেট রোলআউট করা হয়েছে

Xiaomi গত মাসে তাদের পুরানো ও জনপ্রিয় কাস্টম ইউজার ইন্টারফেস MIUI -কে বিদায় জানিয়ে নতুন HyperOS কাস্টম স্কিনের ঘোষণা করেছিল। এক্ষেত্রে ইতিমধ্যেই এই লেটেস্ট ওএস সংস্করণ কোন কোন নতুন ফিচার অফার করবে তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরে একগুচ্ছ Xiaomi এবং Redmi ব্র্যান্ডেড স্মার্টফোনের জন্য HyperOS এর আপডেট রোলআউট করা হয়েছে। আজ আবার ২০২৪ সালের জানুয়ারী মাসে এই কাস্টম স্কিনের আপডেট পেতে চলেছে এমন কয়েকটি ডিভাইসের তালিকা সামনে এলো।

এই ডিভাইসগুলি ২০২৪ সালের জানুয়ারি মাসে HyperOS আপডেট পাবে :

Xiaomi 13
Xiaomi 13 Pro
Xiaomi 13 Ultra
Redmi Note 12
Redmi Note 12S
এবং Xiaomi Pad 6

মূলত চীন সহ অন্যান্য দেশীয় বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এমন ডিভাইসগুলির জন্য নতুন বছরের প্রথম মাসে হাইপারওএস কাস্টম স্কিনের আপডেট রিলিজ করা হবে। এক্ষেত্রে Redmi Note 12 এবং Xiaomi Pad 6 ডিভাইস দুটি ভারতের মতো বাজারে বিশেষ চাহিদা তৈরী করায় এগুলিকেও তালিকাভুক্ত করা হয়েছে।

ভারতে আসন্ন ও বিদ্যমান Xiaomi ফোনগুলি MIUI নাকি HyperOS কাস্টম স্কিনে চলবে?

শাওমি খুবই দ্রুততার সাথে তাদের নতুন কাস্টম ইউজার ইন্টারফেস হাইপারওএস রিলিজের কাজ করছে। ফলে মনে হচ্ছে, সংস্থাটি তাদের প্রত্যেকটি বিদ্যমান ডিভাইসে প্রি-লোডেড এমআইইউআই এর পরিবর্তে হাইপারওএস আপডেট দেবে। যদিও প্রকাশ্যে আসা লিস্টিং দেখে মনে হচ্ছে, শাওমি ভারতের তুলনায় চীনে বিদ্যমান তাদের স্মার্টফোনগুলির জন্য এই নয়া ওএস চালু করতে অধিক উৎসাহী। ফলে ভারতে লঞ্চ হওয়া প্রত্যেকটি শাওমি ফোন নতুন আপডেট পাবে, নাকি এগুলিতে এমআইইউআই কাস্টম ওএস থাকবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আসলে বর্তমান বহু টেক ব্র্যান্ড আঞ্চলিক বাজার ভিত্তিতে ডুয়েল-ইউআই মার্কেটিং কৌশল গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ, ভিভো (Vivo) চীনে অরিজিনওএস (OriginOS) এবং ভারতে ফানটাচওএস (FuntouchOS) অফার করে। একইভাবে, ওয়ানপ্লাস (OnePlus) -এর চীনা সংস্করণ ডিভাইসগুলি হাইড্রোজেনওএস (HydrogenOS) এবং গ্লোবাল ভ্যারিয়েন্টগুলি অক্সিজেনওএস (OxygenOS) চালিত। ফলে শাওমি -ও এই একই পন্থা অবলম্বন করবে কিনা তা এখন দেখার বিষয়…

প্রসঙ্গত, Xiaomi আগামী বছর জানুয়ারি মাসে ভারতে Redmi Note 13 স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। আসন্ন এই লাইনআপের অধীনে বহুল প্রতীক্ষিত Redmi Note 13 Pro+ মডেল আত্মপ্রকাশ করবে। এই ফ্ল্যাগশিপ ফোনের ভারতীয় সংস্করণে MIUI নাকি HyperOS কাস্টম ইউজার ইন্টারফেস প্রি-লোডেড থাকবে তা জানতে এদেশের টেকপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে…