Lava Blaze: ৯ হাজার টাকার কমে ৬ জিবি র‌্যাম ও শক্তিশালী ব্যাটারির সাথে লঞ্চ হল লাভা ব্লেজ

দেশীয় স্মার্টফোন নির্মাতা Lava International -এর লেটেস্ট বাজেট রেঞ্জ স্মার্টফোন রূপে আজ অর্থাৎ ৭ই জুলাই ভারতের বাজারে আত্মপ্রকাশ করলো Lava Blaze। সদ্য লঞ্চের মুখ দেখা এই হ্যান্ডসেট মিডিয়াটেক হেলিও২২ প্রসেসর সহ এসেছে। এছাড়া এতে, পাঞ্চ-হোল ডিজাইনের একটি HD+ ডিসপ্লে প্যানেল, ১৩ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি উপলব্ধ। সর্বোপরি আলোচ্য মডেলে ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যামের সাপোর্টও পাওয়া যাবে। প্রসঙ্গত, এই ‘মেড ইন ইন্ডিয়া’ ডিভাইসটি ভারতের বাজারে বিদ্যমান Realme C31, Moto E7 Plus এবং Poco C31 স্মার্টফোনের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে হচ্ছে। আসুন Lava Blaze স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক।

Lava Blaze দাম ও লভ্যতা

ভারতে, লাভা ব্লেজের দাম ৮,৬৯৯ টাকা রাখা হয়েছে। এই বিক্রয় মূল্য ফোনটির ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের। জানিয়ে রাখি, গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু, গ্লাস গ্রিন এবং গ্লাস রেড কালার অপশনের সাথে আসা এই মডেলটি এখন লাভা ই-স্টোরের মাধ্যমে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ। লঞ্চ অফার হিসেবে, প্রথম ১০০০ ক্রেতা Lava Probuds 21 ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড বিনামূল্যে পাবেন।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ১৪ই জুলাই থেকে লাভা ই-স্টোর, ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেল বিক্রেতাদের মাধ্যমে ফোনটির সেল শুরু হবে।

Lava Blaze স্পেসিফিকেশন

ডুয়াল-সিমের (ন্যানো) লাভা ব্লেজ স্মার্টফোনে একটি ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) IPS পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, যার এসপেক্ট রেশিও ২০:৯। এটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে উক্ত ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিন পাওয়া যাবে। ফোনটি ৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ অফার করে। প্রসঙ্গত, ভার্চুয়াল র‌্যাম ফিচার ব্যবহার করে ইউজাররা, ইন্টারনাল স্টোরেজকে র‌্যামে রূপান্তর করে অতিরিক্ত ভাবে আরো ৩ জিবি পর্যন্ত র‌্যাম ব্যবহার করতে পারবেন। আর মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য, Lava Blaze ফোনে LED ফ্ল্যাশ লাইট সহ এআই (AI) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেলের। এই রিয়ার সেন্সরগুলি – এইচডিআর, প্যানোরামা, পোর্ট্রেট, বিউটি এবং টাইম-ল্যাপস ফটোগ্রাফি সহ একাধিক ক্যামেরা মোড ও ফিল্টারের সাথে প্রিলোডেড হয়ে এসেছে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এই ফোনে স্ক্রিন ফ্ল্যাশ সহ একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য লাভার এই নয়া হ্যান্ডসেটে – 4G VoLTE, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ ভি৫, জিপিআরএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। আবার সেন্সর হিসাবে ফোনটিতে – অ্যাক্সেলেরোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর সামিল রয়েছে। অন্যদিকে, ইউজারের ব্যক্তিগত তথ্যাদি সুরক্ষিত রাখতে এটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার সহ এসেছে। নতুন Lava Blaze -এ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা একক চার্জে ৪০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম এবং দীর্ঘ ২৫ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করে।