ইউনিক ডিজাইন সহ বাজারে এল Fire-Boltt Emerald স্মার্টওয়াচ, ফিটনেস প্রেমীদের হবে প্রথম পছন্দ
বিগত এক বছর ধরে স্মার্টওয়াচের বাজার রমরমা। একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নামিদামি কোম্পানিগুলি তাদের স্মার্টওয়াচে নিয়ে আসছে নতুনত্ব ফিচার। এবার স্মার্টওয়াচ প্রস্তুতকারী দেশীয় সংস্থা Fire-Boltt তাদের “Jewels of Time” সিরিজের অন্তর্গত অভিনব ডিজাইনের একটি স্মার্টওয়াচ এনে বাজার মাতালো। প্রিমিয়াম লুকের এই স্মার্টওয়াচটির নাম Fire-Boltt Emerald।
ব্লুটুথ কলিংযুক্ত এই স্মার্টওয়াচ একদিকে যেমন প্রিমিয়াম লুক দেবে, অন্যদিকে মহিলাদের স্বাস্থ্যের খেয়াল রাখবে। আর একবার চার্জে এর ব্যাটারি ৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে বলে দাবি করেছে সংস্থাটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Emerald স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Fire-Boltt Emerald- এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Fire-Boltt Emerald স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৫,৯৯৯ টাকা। এটি সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে। গ্রীন, ব্লু, রোজ গোল্ড, এই তিনটি কালারের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি।
Fire-Boltt Emerald- এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Fire-Boltt Emerald স্মার্টওয়াচ ডায়মন্ড কাট গ্লাস ডিজাইন ও গোলাকৃতির ডায়াল সহ এসেছে। আর এর ধারে রয়েছে একটি রোটেটিং ক্রাউন। আবার ঘড়িটিতে দেওয়া হয়েছে এলিগ্যান্ট জেম ফ্রেম এবং মেটালিক ট্র্যাপ। এর ডিসপ্লের পরিমাপ ১.০৯ ইঞ্চি, যা ২৪০X ২৪০ পিক্সেল রেজোলিউশন অফার করতে সক্ষম।
Fire-Boltt Emerald স্মার্ট ওয়াচে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। আর তার জন্য এতে রয়েছে ইনবিল্ট মাইক্রোফোন ও স্পিকার। সেই সঙ্গে ঘড়িটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ওয়্যারেবলটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ মনিটর, ওমেন হেলথ ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে এতে পাওয়া যাবে একাধিক স্পোর্টস মোডের সুবিধা।
এবার আলোচনা করা যাক Fire-Boltt Emerald স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তদুপরি ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হল ইনবিল্ট গেম, স্মার্ট নোটিফিকেশন, ওয়েদার আপডেট, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, স্টপ ওয়াচ, টাইমার ইত্যাদি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।