ছুঁড়ে মারলেও ভাঙবে না, জল লাগলেও নষ্ট হবে না, Fire-Boltt Sphere স্মার্টওয়াচ বাজারে এল

By :  techgup
Update: 2023-03-01 06:00 GMT

জনপ্রিয় ওয়্যারেবল ব্র্যান্ড Fire-Boltt তাদের স্মার্টওয়াচ পোর্টফোলিওতে যুক্ত করল রাগড ডিজাইনের দ্বিতীয় স্মার্টওয়াচ। গতমাসে সংস্থাটি বাজারে এনেছিল Fire-Boltt Cobra স্মার্টওয়াচ। এখন আবার বাজারে পা রাখল Fire-Boltt Sphere। বাজেট রেঞ্জে আসলেও এই স্মার্টওয়াচে পাওয়া যাবে ব্লুটুথ কলিং সহ বিভিন্ন হেলথ ফিচার এবং স্পোর্টস মোডের সুবিধা। আর রাগড ডিজাইন হওয়ার দরুন বাইরের যেকোনো অ্যাক্টিভিটির সময় অনায়াসেই এটি ব্যবহারযোগ্য। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Sphere স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt Sphere স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Fire-Boltt Sphere স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। ব্ল্যাক এবং গ্রিন ফরেস্ট এই দুটি কালার অপশনে এসেছে ঘড়িটি। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে আগ্রহী ক্রেতারা কিনে নিতে পারবেন এই স্মার্টওয়াচ।

Fire-Boltt Sphere স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Fire-Boltt Sphere স্মার্টওয়াচটি গোলাকৃতির ডায়ালের সাথে স্পোর্টি লুক দেবে। এছাড়া আগেই বলা হয়েছে এটি রাগড ডিজাইনের সাথে এসেছে। আর এতে রয়েছে মেটালিক চেসিস। ঘড়িটির ১.৬ ইঞ্চি ডিসপ্লে এইচডি রেজোলিউশন ও ৬০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। শুধু তাই নয়, এর ডান ধারে থাকছে দুটি ক্রাউন বাটন।

অন্যদিকে হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার উপলব্ধ। সাথে থাকছে হাইড্রেশন এবং সিডেন্টারি রিমাইন্ডার। আবার ঘড়িটিতে মিলবে ২২টি স্পোর্টস মোড।

এখানেই শেষ নয়! আলোচ্য ওয়্যারেবলে হাইফাই স্পিকার সমেত ব্লুটুথ কলিং এক্সপেরিয়েন্স লাভ করা সম্ভব। তাছাড়া এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল রিমোট মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, নোটিফিকেশন, ওয়েদার আপডেট, ৬ মেনু ইন্টারফেস ইত্যাদি।

এবার আসা যাক Fire-Boltt Sphere স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৬০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৮ দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং ২৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

Tags:    

Similar News