2 হাজার টাকার কমে গোলাকার ডায়ালের সাথে লঞ্চ হল Maxima Max Pro Nitro স্মার্টওয়াচ
ভারতে লঞ্চ হল Maxima Max Pro Nitro স্মার্টওয়াচ। এতে রয়েছে ১.৩৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং গোলাকৃতি স্টাইলিশ ডায়াল। আর এই স্মার্ট ঘড়িটিতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। সংস্থাটি দাবী করেছে, যারা চিরাচরিত ডিজাইনে উন্নতমানের ফিচারযুক্ত স্মার্টওয়াচের সন্ধানে রয়েছেন তাদের জন্য উপযুক্ত এই ঘড়িটি। তাছাড়া স্মার্টওয়াচটি বাজেট ফ্রেন্ডলিও বটে। চলুন দেখে নেওয়া যাক নতুন Maxima Max Pro Nitro স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Maxima Max Pro Nitro-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Maxima Max Pro Nitro স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি তিনটি কালারে পাওয়া যাবে - স্পেস ব্ল্যাক, রোজ গোল্ড ব্ল্যাক এবং সিলভার গ্রে। আর ঘড়িটি কেবলমাত্র ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে।
Maxima Max Pro Nitro-এর স্পেসিফিকেশন ও ফিচার
আগেই বলা হয়েছে নবাগত Maxima Max Pro Nitro স্মার্টওয়াচ ১.৩৯ ইঞ্চি গোলাকার স্টাইলিশ এইচডি ডিসপ্লে সহ এসেছে, যা সর্বোচ্চ ৬০০ নিট উজ্জলতা অফার করতে সক্ষম। আবার ঘড়িটি রিয়েলটেক চিপসেট দ্বারা চালিত। আর এতে রয়েছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, ইন বিল্ট এইচডি স্পিকার ও মাইক্রোফোন।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে এতে SpO2 মনিটর, হার্ট রেট মনিটর এবং স্লিপ ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে ওয়্যারেবলটিতে ১০০টি ওয়ার্কআউট মোড সাপোর্ট করবে।
শুধু তাই নয়! Maxima Max Pro Nitro স্মার্টওয়াচে রয়েছে ১৫০টি ক্লাউড বেস ওয়াচফেস। আবার ব্লুটুথ কলিং যুক্ত এই ঘড়িটিতে পাওয়া যাবে কল লগ, ডায়াল প্যাড এবং কল হিস্ট্রি। তদুপরি ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হল সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, ড্রিঙ্কিং অ্যালার্ট ইত্যাদি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।