33 হাজার টাকা সস্তা হল Samsung এর এই পাওয়ারফুল 5G স্মার্টফোন, আজই অফার শেষ

Samsung Galaxy S22 5G ফোনটি ৭২,৯৯৯ টাকায় লঞ্চ করা হলেও, বর্তমানে এটি ফ্লিপকার্ট সেলে ৩৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে

ফ্লিপকার্টে বিগ ইয়ার এন্ড সেল চলছে, যা আজ অর্থাৎ ১৭ ডিসেম্বর শেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি সেল শেষ হওয়ার আগে একটি দুর্দান্ত স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তবে এই খবরটি আপনার জন্য। কারণ এখানে আমরা Samsung এর একটি 5G স্মার্টফোনের কথা বলবো। ফ্লিপকার্টে বর্তমানে স্যামসাংয়ের এই ফোনটি ৩৩,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। আমরা এখানে Samsung Galaxy S22 5G ডিভাইসের সম্পর্কে কথা বলছি। এই ফোনটি ৭২,৯৯৯ টাকায় লঞ্চ করা হলেও, বর্তমানে এটি ফ্লিপকার্ট সেলে ৩৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। 
 
আবার ব্যাঙ্ক অফারের কথা বললে, এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৭৫০ টাকা অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া এক্সচেঞ্জ অফার সম্পর্কে বলতে গেলে, আপনি আপনার পুরানো ফোনটি এক্সচেঞ্জ করে Samsung Galaxy S22 5G কিনতে চাইলে ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার পুরানো ফোনের মডেল এবং কন্ডিশনের উপর। 
 
Samsung Galaxy S22 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে আছে ৬.১ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড স্ক্রিন, যা ১৩০০ নিটস ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং এটি অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরার কথা বলতে গেলে, স্যামসাং গ্যালাক্সি এস২২ এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১০ এক্স জুম সহ ৩ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।